Home বিদেশি বিনোদন মানুষীর পছন্দের চরিত্র ‘ওয়ান্ডার ওম্যান’ কি বলিউডে সম্ভব?

মানুষীর পছন্দের চরিত্র ‘ওয়ান্ডার ওম্যান’ কি বলিউডে সম্ভব?

SHARE

‘মিস ওয়ার্ল্ড-২০১৭’ খেতাব জয়ী মানুষী চিল্লার প্রথমবারের মত সিনেমায় অভিনয় করতে যাচ্ছেন। আপাতত সব ভেস্তে দিলো করোনা পরিস্থিতি। অক্ষয় কুমারের বিপরীতে ‘পৃথ্বিরাজ’ সিনেমার মাধ্যমে সিনেমায় অভিষেক হওয়া এই সুন্দরী বরাবরই চেয়েছেন নিজের একটি শক্ত চরিত্র। সেক্ষেত্রে তার পছন্দের চরিত্র সম্পর্কে জানতে চাইলে তিনি এক সাক্ষাতকারে জানিয়েছেন, তিনি ‘ওয়ান্ডার ওম্যান’ এর মতো কোন চরিত্রে অভিনয় করতে স্বাচ্ছন্দ্য বোধ করবেন। কারণ এটি শুধু মাত্র একটি চরিত্র নয়, এটি আমার মনের অন্যরকম শক্তি হয়ে কাজ করবে।

বরাবরই নিজের একটি শক্ত অবস্থান তৈরী করতে চেষ্টা করেছেন মানুষী এবং সেটি নারী কিংবা পুরুষ নির্বিশেষে। তাই তো তার পছন্দের চরিত্র ‘ওয়ান্ডার ওম্যান’। মানুষীর এই ইচ্ছার ব্যাপক প্রশংসা চলছে বলিউড ফিল্ম ইন্ডাস্ট্রি জুড়ে। নির্মাতারাও ভাবছেন তার এই ইচ্ছা নিয়ে। কিন্তু নায়ক নির্ভর এই ইন্ডাস্ট্রিতে এমন ধরনের ছবি কি আদৌ বানানো সম্ভব? যদিও এরইমধ্যে বলিউডে নারী সুপারহিরোধর্মী সিনেমা করার ঘোষণা দিয়েছেন ‘টাইগার জিন্দা হ্যায়’ খ্যাত নির্মাতা আলী আব্বাস জাফর। সেখানে ক্যাটরিনার কথা ভাবছেন তিনি।