Home বইমেলা প্রতিদিন বইমেলায় জনসমুদ্র!

বইমেলায় জনসমুদ্র!

SHARE
Biomela-1

একেই বলে জনসমুদ্র। ২১ শে ফেব্রæয়ারি বইমেলা জনসমুদ্রে রূপ নিবে এটা সবারই জানা। মেলার কোথাও তিল ধারনের ফাঁকা জায়গাও থাকবে না এটা জেনেও গতকাল বোধকরি বইপ্রেমী কোনো মানুষ ঘরের মাঝে বন্দী ছিলেন না। সবার গন্তব্য ছিল বাংলা একাডেমী আয়োজিত প্রাণের মেলা, জ্ঞানের মেলা বইমেলার আলোকিত প্রাঙ্গন। বইমেলার ফটক খুলেছিল সকাল ৭টায়। কিন্তু তার আগেই মেলার সোহরাওয়ার্দী উদ্যান ও বাংলা একাডেমি অংশের সকল ফটকের সামনে বিপুল সংখ্যক মানুষের ভীড় লেগে যায়। এসময় পাশেই কেন্দ্রীয় শহীদ মিনারে পুস্পার্ঘ অর্পন করতে আসা মানুষের উপস্থিতি ছিল সব চেয়ে বেশি। বেলা যতই বাড়ে বইমেলায় ততই মানুষের উপস্থিতিও বাড়ে। দুপুরে মেলার উভয় অংশ লোকে-লোকারণ্য হয়ে ওঠে। দীর্ঘ লাইনে দাঁড়িয়ে অনেক বইমেলায় ঢুকেছেন। অথচ কারও মনে, চেহারায় ক্লান্তির ছাপ ছিল না। বরং সকলেই ছিলেন সপ্রতিভ, আনন্দে মুখর। প্রতিটি স্টল ও প্যাভিলিয়নে ক্রেতা-দর্শকের উপচে পড়া ভীড় ছিল। বিশেষ করে নামকরা প্রকাশনীর স্টল ও প্যাভিলিয়নে ক্রেতা-দর্শকদের ঠেকাতে হিমশিম অবস্থায় সৃষ্টি হয়। গতকাল উল্লেখযোগ্য সংখ্যক কবি, লেখক বইমেলায় এসেছিলেন। বিভিন্ন প্যাভিলিয়ন ও স্টলে বসে পাঠকের কেনা বইয়ে অনেকে বিরামহীন অটোগ্রাফ দিয়েছেন। গতকাল পারিবারিক ভাবেও অনেকে বইমেলায় এসেছিলেন। কারও কারও উদ্দেশ্য ছিল বইমেলা ঘুরে দেখা। কিন্তু তাদের অনেকেই গতকাল বইও কিনেছেন। প্রকাশক বিক্রেতারা বেশ খুশি। একজন বিশিষ্ট প্রকাশক বললেন, এখন যারা মেলায় আসছেন তাদের অধিকাংশরাই বই কেনার জন্য আসছেন। মেলার বাকি কয়েকটা দিন বই বিক্রির উৎসব আমেজে মুখর থাকবে।