SHARE
Cover-13-08-1

মোস্তফা সরয়ার ফারুকীর নতুন ছবি ডুব-এর গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন নুসরাত ইমরোজ তিশা। কয়েকদিন আগে আনন্দ আলোয় এসেছিলেন। তাকে নিয়ে ফটোসেশন পর্ব চলল। ডুব’এর কথা উঠতেই বললেনÑ ছবিটি সেন্সর সার্টিফিকেট পেয়েছে। অচিরেই হলে মুক্তি পাবে। ফারুকীর ছবি মানেই নতুন ভাবনার অনন্য আয়োজন। আশাকরি ছবিটি সবার মনযোগ কাড়বে।
—তিশা