Home আরোও বিভাগ টিভি গাইড নাটক সিনেমাকে আলাদা করতে চাই না-সজল

নাটক সিনেমাকে আলাদা করতে চাই না-সজল

SHARE

জনপ্রিয় অভিনেতা আবদুন নূর সজল আবারও সিনেমা নিয়ে ব্যস্ত। সম্প্রতি নতুন একটি ছবির শুটিং শেষ করেছেন। এ ছবির শুটিং শেষে আবারও নাটক নিয়ে ব্যস্ত হয়ে পড়েছেন তিনি। অভিনয় এবং অন্যান্য বিষয় নিয়ে কথা বলেছেন তিনি-
আনন্দ আলো: আপনার অভিনীত নতুন ছবি ‘জ্বিন’ নিয়ে বলুন-
সজল: বেশ কিছুদিন ধরে এ ছবির শুটিংয়ের কাজেই ব্যস্ত সময় পার করেছি। গল্পের পাশাপাশি এ ছবিতে আমার চরিত্রটিও গুরুত্বপূর্ণ। অভিনয়ের জন্য আমার গেটআপে একটু পরিবর্তন আনতে হয়েছে। ছবির শুটিং শেষ। এখন এডিটিং এর টেবিলে ছবিটি।
আনন্দ আলো: আরও কোনো ছবির কাজ হাতে আছে?
সজল: কয়েকটি নতুন ছবির প্রস্তাব এসেছে অনেক আগেই। ‘জি¦ন’ ছবির কাজ শেষ করার আগে সেগুলো নিয়ে চ‚ড়ান্ত কোনো সিদ্ধান্তে আসিনি। তবে এ বছরই একাধিক নতুন ছবিতে চুক্তিবদ্ধ হওয়ার সম্ভাবনা আছে।
আনন্দ আলো: আপনার অভিনীত ‘হারজিৎ’ ছবির কাজ কবে শেষ হবে?
সজল: এটা আসলে পরিচালক ভালো বলতে পারবেন। আমার কাজ অভিনয় করা, আমি সেটাই করি। ছবির বেশিরভাগ কাজই শেষ। শুধু গানের কাজের কিছু অংশ বাকি আছে। এটি মুক্তি পেলে দর্শক আমাকে নতুনরূপে দেখতে পারবেন।
আনন্দ আলো: নাটকের শুটিংয়ের খবর কী?
সজল: ‘জ্বিন’ ছবির শুটিং নিয়ে ব্যস্ত থাকায় নাটকের শুটিং করতে পারিনি। এখন আবার নাটকের শুটিংয়ে নিয়মিত হয়েছি। কিছু খন্ড নাটকের শুটিং নিয়ে ব্যস্ত সময় পার করছি।
আনন্দ আলো: অনেকেই বলছেন সিনেমার ব্যস্ততা বাড়লে নাকি নাটকের অভিনয় কমিয়ে দেবেন?
সজল: একজন অভিনেতার কাজ হল অভিনয় করা। আমি সেটিই করে যেতে চাই। নাটক কিংবা সিনেমা আলাদা করতে চাই না। দু’মাধ্যমেই কাজ করার পরিকল্পনা নিয়ে এগিয়ে যেতে চাই।
আনন্দ আলো: কিছুদিন আগে আপনার বিয়ের গুঞ্জন শোনা গিয়েছিল…
সজল: বিয়ের বিষয়টি এখনও চ‚ড়ান্ত হয়নি। এটা জীবনের গুরুত্বপূর্ণ একটি অধ্যায়। এ কাজটি গোপনে করার ইচ্ছা নেই। সবাইকে জানিয়েই বিয়ে করব।