Home আরোও বিভাগ টিভি গাইড নওশীন ও সজলের চিলেকোঠার সংসার

নওশীন ও সজলের চিলেকোঠার সংসার

SHARE
sajal-naushen

প্রায় সাড়ে তিন বছর পর সজলের সাথে অভিনয় করলেন নওশীন। তারা ছাড়াও এই নাটকে অভিনয় করেছেন ঐন্দ্রিলা আহমেদ। নওশীন বলেন, “সজল আমার খুব ভালো বন্ধু। ওর সাথে বহুদিন কাজ করা হয়নি। প্রায় সাড়ে তিন বছর কাজ করলাম। বেশ ভালো লাগছে। পরিচালক শাহীন ভাই আমার সাথে নাটকটি নিয়ে আলাপ করে তখন সজলের কথা শুনে আর না করতে পারিনি। নাটকের গল্পটিও ভালো লাগছে। গল্পে নতুনত্ব আছে। আশা করি সবার ভালো লাগবে।”

ঐন্দ্রিলা বলেন, “এবার ঈদে আমার খুব বেশি কাজ দেখা যায়নি। তবে কোরবানির ঈদে বেশ কিছু নাটকে কাজ করবো। এই নাটকের গল্পটা সদ্য বিবাহিত নতুন দম্পতিকে ঘিরে। তৃতীয় পক্ষের কারণে সংসারে যে অশান্তি সৃষ্টি হয় তা দেখানো হবে এখানে।”

সজল বলেন, “নতুন দম্পতির সাংসারিক গল্পের এই নাটক। ঐন্দ্রিলার সঙ্গে এর আগেও বেশ কয়েকটা কাজ করেছি। স্বাচ্ছন্দ্যবোধ করি ওর সাথে কাজ করতে। নওশীনের সাথে বহুদিন পর কাজ করতে পেরে ভালো লাগছে।” আসছে কোরবানির ঈদে একটি বেসরকারি চ্যানেলে নাটকটি প্রচারিত হবে বলে জানান নির্মাতা রিদম খান শাহীন।