Home ফিচার দুই ময়নার গল্প

দুই ময়নার গল্প

SHARE
Moyna

পারিবারিক বন্ধনের ওপর আনন্দ আলোর গত ১৩ বছরে একাধিক প্রতিবেদন প্রকাশ হয়েছে। প্রতিবেদন গুলোর মধ্যে ‘দুই ময়নার গল্প’ ব্যাপক আলোচিত ছিল। ফক সংগীত শিল্পী ফেরদৌসী রহমান ও ভাতিজী নাশিদ কামালকে ঘিরে প্রতিবেদনটি সাজানো হয়েছিল। শিরোনাম ছিল দুই ময়নার গল্প। ফুফুতো মাপের মতোই। আর ভাতিজী? মেয়ের চেয়ে কোনো অংশে কম নয়। মা-মেয়ের মধুর সম্পর্কে ছাপিয়ে কখনও কখনও ফুফু ভাতিজীর সম্পর্কটা অনেকটাই ফ্রেন্ডলি হয়। দুই ময়নার গল্প প্রকাশের পর আনন্দ আলোয় অনেকেই চিঠিতে প্রতিক্রিয়া পাঠিয়েছিলেন। সিলেটের বিয়ানীবাজার থেকে প্রীতি হালদার লিখেছিলেনÑ দুই ময়নার গল্প আমার আর আমার ফুফুর গল্পের মতোই। আনন্দ আলোকে অনেক ধন্যবাদ এমন একটি প্রতিবেদন প্রকাশের জন্য।