Home বইমেলা প্রতিদিন দাদা ভাই চত্বরে শিশু কর্ণার

দাদা ভাই চত্বরে শিশু কর্ণার

SHARE

এবারের বইমেলায় সোহরাওয়ার্দী উদ্যানের পূর্বপাশে দাদা ভাই চত্বরে বড় একটি জায়গায় শিশুদের বইয়ের স্টলের জন্য রাখা হয়েছে শিশু কর্ণার। এখানে রয়েছে বাংলা একাডেমি, শিশু কিশোর প্রকাশনীর একটি স্টল। এই স্টল থেকে শিশুরা তাদের বাবা-মায়ের সাথে দেখে শুনে বই কিনছে। টোনাটুনি নামের একটি স্টল আছে এখানে। বিভিন্ন উপকরণ দিয়ে বানানো পরিচিত পাখি দিয়ে স্টল সাজানো হয়েছে। সিসিমপুরের স্টলও চোখে পড়ার মতো। এই দুটি স্টলের সামনে শিশুদের ভিড় দেখা গেছে। এছাড়াও আছে ওয়ার্ল্ড চিলড্রেনস বুকস, পাতা বাহার, ছোটদের মেলা, ঘাস ফড়িং, টইটম্বুর, শিশু সাহিত্য বইঘর, ছোটদের বই, শিশুরাজ্য, কিশোর ভ‚বন, লাবণী, সুপ্ত পাবলিকেশন, পঙ্খিরাজ, গোল্ডেন বুকস, আরো প্রকাশন, আদিগন্ত প্রকাশন, ডাক, ইট্টিটি, ফুলকি, বইপড়ি, শিশুমেলা, ময়ূরপঙ্খি, বিজয়, শিশুঘর, চলন্তিকা বইঘর, জিঙ্গেফুল, অ্যার্ডন বুকস ফর চিলড্রেন সহ শিশুদের বইয়ের নানা স্টল। মেলায় প্রতিবারেই বাংলা একাডেমি শিশুদের জন্য শিশু প্রহর ঘোষণা করে। এ বছরও শিশু প্রহর ঘোষণা করা হবে। শিশু প্রহরের দিনে বইমেলায় শিশুরা সকাল থেকে ৩টা পর্যন্ত ঘুরে বেড়াবে। তাদের পছন্দের বই দেখবে এবং কিনবে। বাংলা একাডেমির মূলমঞ্চে আয়োজনে থাকবে শিশুদের নিয়ে অনুষ্ঠান।