SHARE

ফিল্মফেয়ার ও জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত ভারতীয় সংগীতশিল্পী মোনালি ঠাকুর এখন সুইজারল্যান্ডে। দুবাইয়ে কনসার্ট করতে গিয়ে তিনি লকডাউনের কারণে আটকে পড়েন। সেখান থেকে কিছুদিন পর সুইজারল্যান্ড চলে যান তিনি। তখন ভারতীয় গণমাধ্যমগুলো প্রকাশ করেছিল, মোনালির ব্রিটিশ প্রেমিক মাইক রিচটার পুরো পরিবার নিয়ে সুইজারল্যান্ডে নিজেদের বাগানবাড়িতে অবকাশ যাপন করছেন। মোনালিও তাদের সঙ্গে যোগ দিয়েছেন। কিন্তু এবার পাওয়া গেল চমকপ্রদ খবর। মোনালি নাকি প্রেমিক নয়, বরের বাড়িতেই রয়েছেন। মানে, প্রেমিক মাইককে বিয়ে করেছেন তিনি! চমকের এখানেই শেষ নয়। এখন নয়, তিন বছর আগেই বিয়ে সেরে ফেলেছেন এই গায়িকা কাম অভিনেত্রী। বিষয়টা এতদিন গোপন ছিল। অবশেষে অবসান ঘটালেন মোনালি নিজেই। জানালেন চুপিচুপি বিয়ে করেছেন মাইক রিচটারকে। বরের হোটেল ব্যবসা আছে। কেন বিয়ের খবরটা চেপে রেখেছিলেন? আনুষ্ঠানিক বিয়ে হয়নি। তাই কাউকে জানাতে চাননি তিনি। সম্প্রতি ভারতীয় সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে মোনালি জানান, তার বিয়ের খবরটা শুনে ইন্ডাস্ট্রির বন্ধুরা তো চমকে যাবেনই। কারণ কাউকেই নিমন্ত্রণ করা হয়নি। বারবার ভেবেছিলাম একটা অনুষ্ঠান করব। কিন্তু হবে হবে করে হয়নি। এভাবেই কেটে গেছে তিন তিনটি বছর! মোনালি আরও বলেন, এই চুপিচুপি বিয়ের খবরে আমার সতীর্থ ও পরিচিতরা তো দুঃখ পাবেনই। কারণ, এটা নিঃসন্দেহে তাদের কাছে একটা বড় খবর। জানি সবাই আমার ওপর রেগে যাবে। কিন্তু যখন বিয়ের অনুষ্ঠান করব, তখন সবাইকে নিমন্ত্রণ করব। তাহলে কারও আর দুঃখ থাকবে না।’ কিন্তু কবে সেই সেলিব্রেশন, তা অবশ্য জানা যায়নি। স্বামী সম্পর্কে মোনালি জানান, সুইজারল্যান্ড বেড়াতে গিয়ে দেখা। পরিবারের সঙ্গেও পরিচয়। যেখানে তাদের প্রথমবার দেখা হয়েছিল, সেখানেই মোনালিকে বিয়ের প্রস্তাব দেন মাইক। সেটা ছিল ২৪ ডিসেম্বর ২০১৬। সম্প্রতি করোনার কারণে মাইক ও তার পরিবারের সঙ্গেই কোয়ারেন্টাইনে আছেন মোনালি। সেখান থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ উচ্ছ্বাস নিয়ে ছবি আপলোড করছেন এই শিল্পী।