Home ফিচার ঢালিউডের যুবরাজ

ঢালিউডের যুবরাজ

SHARE
Shakib-Khan

শাকিব খান আমাদের বাংলা সিনেমার একচ্ছত্র অধিপতি যেন। আজ থেকে ১০ বছর আগে ‘ঢালিউডের যুবরাজ’ শিরোনামে শাকিব খানকে নিয়ে প্রচ্ছদ কাহিনী প্রকাশ হয়েছিল আনন্দ আলোয়। সুদূর শারজায় লাক্স চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতার গালা রাউন্ড পর্বের অতিথি হয়ে গিয়েছিলেন। সেখানেই কথা হয়েছিল তার সাথে। শুরুটা করেছিলেন এভাবে “আমি আমার কর্মস্থলকে নিয়ে খুবই হ্যাপি। স্পষ্ট দেখতে পাচ্ছি আমাদের এই প্রিয় অঙ্গন আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রি দ্রæত সামনের দিকে এগিয়ে যাচ্ছে…”

শাকিব খানের প্রত্যাশা অনুযায়ী আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রি ততটা এগোয়নি। কিন্তু শাকিব খান এগিয়েছেন। বর্তমানে ভারত-বাংলাদেশ মিলে তার দারুণ ব্যস্ততা। ঢালিউডের এই যুবরাজই মূলত আমাদের বাংলা চলচ্চিত্রকে নেতৃত্ব দিচ্ছে।