Home আরোও বিভাগ সিনেমা জাজের সিনেমায় সজল

জাজের সিনেমায় সজল

SHARE
Sajol-1

প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়া। ২০১২ সাল থেকে নিয়মিত চলচ্চিত্র প্রযোজনা করে আসছে। এ পর্যন্ত প্রায় ৪০ সিনেমা প্রযোজনা করেছে প্রতিষ্ঠানটি। মাঝে বছর খানেক এই প্রতিষ্ঠান থেকে নতুন কোনো সিনেমার শুটিং হয়নি। বিরতি ভেঙে আগামী ২৬ আগস্ট জাজ মাল্টিমিডিয়ার নতুন সিনেমা ‘জিন’-এর শুটিং শুরু হতে যাচ্ছে। সিনেমাটির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন রোশান, পূজা চেরি ও পিয়া বিপাশা। এবার এতে যুক্ত হলেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা আব্দুন নূর সজল। সিনেমাটির পরিচালক নাদের চৌধুরী বলেন, ‘হরর ঘরানার সিনেমা ‘জিন’। সিনেমাটিতে অভিনয়ের বিষয়ে অনেকের সঙ্গে কথা হয়েছিল। শেষ পর্যন্ত সজলকে আমরা চ‚ড়ান্ত করেছি। আগামী ২৬ আগস্ট থেকে মধুমিতা হাউজিংয়ে শুটিং শুরু করব। এরপর দেশের বিভিন্ন স্থানে দৃশ্য ধারণের কাজ হবে। আগামী ১৫ সেপ্টেম্বর পর্যন্ত শুটিং হবে। সিনেমাটির প্রি-প্রোডাকশনের কাজ সম্পন্ন হতে একটু সময় লেগেছে। এখন একটানা শুটিং শেষ করব।’ ‘রান আউট’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় পা রাখেন সজল। এরপর বেশ কিছু সিনেমায় অভিনয়ের কথা থাকলেও শেষ পর্যন্ত তা আর হয়নি। দীর্ঘ পাঁচ বছর পর সিনেমায় অভিনয় করতে যাচ্ছেন তিনি।