Home আরোও বিভাগ টিভি গাইড চ্যানেল আই ঈদ অনুষ্ঠানে ঋতুপর্ণা সেনগুপ্ত

চ্যানেল আই ঈদ অনুষ্ঠানে ঋতুপর্ণা সেনগুপ্ত

SHARE
Teen-konnar-galpo

চ্যানেল আই স্টুডিওতে গেল ২৩ জুলাই বিকেলে জম্পেশ আড্ডায় মেতে উঠেছিলেন ঋতুপর্ণা সেনগুপ্ত। তার সাথে অংশ নেন আফসানা মিমি ও মিম। রঙিন পর্দার তিনকন্যা সিনেমার গণ্ডি পেরিয়ে এই আড্ডার রসদ হয়ে উঠেছিল কৈশোরের মধুময় স্মৃতি, প্রেম, ভালোবাসা, তারকা হওয়ার স্বপ্ন পূরণের সাতকাহন। উচ্ছ¡াস, আনন্দ আর হাসি তামাশায় ঘণ্টাখানেক নিজেরা তো মশগুল ছিলেনইÑ সেই সাথে চারপাশের মানুষজনও দারুণ উপভোগ করেছেন তিনকন্যার এই আড্ডাবাজি। ‘তিনকন্যার গল্প’ শিরোনামের মনমাতানো এই আড্ডাটি দর্শকরাও সমান উপভোগ করতে পারেন চ্যানেল আই-এর এবারের ঈদ উৎসবে। আফসানা মিমির উপস্থাপনায় অনুষ্ঠানটি পরিচালনা করেছেন অনন্যা রুমা।