SHARE

যে কোনো, মেলা তখনই সুন্দর হয় যখন আয়োজনের ক্ষেত্রে আন্তরিকতা থাকে। এবার একুশে বইমেলার বেচাকেনার মূল স্থান হয়ে উঠবে সোহরাওয়ার্দী উদ্যানের অংশ। সেখানে দৃষ্টিনন্দন স্টল নির্মাণের প্রানান্তকর চেষ্টায় ব্যস্ত রয়েছেন অধিকাংশ প্রকাশনা সংস্থা। তবে দুঃখজনক হলেও সত্য গতকাল মেলার উদ্বোধনী দিনেও সোহরাওয়ার্দী উদ্যান অংশে অনেক স্টলের নির্মাণ কাজ শেষ হয় নাই। মেলা থেকে প্রধানমন্ত্রী চলে যাওয়ার পর খুটখাট শব্দ ছিল বিভিন্ন স্টলে। কর্তৃপক্ষ আশা প্রকাশ করছেন আজকালের মধ্যে স্টল নির্মাণের কাজ শেষ হবে।