Home আরোও বিভাগ সিনেমা খোলামেলা সোহানা সাবা

খোলামেলা সোহানা সাবা

SHARE
Shohana-Saba

সোহানা সাবা খোলামেলা কথা বলতে যেমন পছন্দ করেন তেমনি খোলামেলা পোশাকও তার পছন্দ। প্রচলিত ধারার সাংবাদিকতা বিষয়ক প্রশ্ন তার মোটেই পছন্দ নয়। কেমন আছেন? এই সময়ে কি কি কাজ করছেন, আপনার কোন রঙ পছন্দÑ এই ধরনের গৎবাধা প্রশ্নের উত্তর দিতে তিনি মোটেই স্বচ্ছন্দ বোধ করেন না। বরং প্রেম, শরীরি বিষয়ক প্রশ্নের জবাব দিতে তার ভালো লাগে। আনন্দ আলোর গত সংখ্যায় সোহানা সাবার একটি অন্তরঙ্গ সাক্ষাৎকার প্রকাশ হয়েছে। সেখানে অনেক খোলামেলা কথা বলেছেন তিনি। এ নিয়ে ময়মনসিংহ থেকে আনন্দ আলোর একজন পাঠিকা তার প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন এভাবেÑ “জানি যুগের বদল হয়েছে। আমাদের সেলিব্রেটিরা টেলিভিশন মাধ্যমেও এখন অনেক সাহসী কথা বলতে শিখেছেন। যে সব কথা পরিবারের সদস্যরা সবাই মিলে শোনাও বিব্রতকর। যেমন সোহানা সাবা বলেছেন বিয়ে বিষয়টা তার কাছে ছেলে খেলার মতো। একজন তারকা অন্যের ক্ষেত্রে অর্থাৎ সাধারণ মানুষের কাছে আইডলে পরিণত হন। ধরা যাক সোহানা সাবার কথা অনুযায়ী মেয়েরা বিয়ে ব্যাপারটাকে ছেলে খেলা ভাবতে শুরু করলো। তখন আমাদের ভবিষ্যৎটা কেমন হবে! ওহ! মাই গড ভাবতে পারছি না। শেষ খবর। সোহানা সাবা সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি স্ট্যাটাস দিয়ে বলেছেন, সাংবাদিকদের তথাকথিত ম্যাড়ম্যাড়ে প্রশ্নের উত্তর দিতে তার ভালো লাগে না। তবে শাহরিয়ার নাজিম জয়ের সেন্স অব হিউমার অনুষ্ঠানে তাকে যে ধরনের বিব্রতকর প্রশ্ন করা হয়েছিল তার উত্তর দিতে তিনি বেশ মজা পেয়েছেন। সে রকম মজা করতেই জয়ের আরেকটি অনুষ্ঠানে তিনি অতিথি হয়েছেন। এজন্য তিনি বেশ হ্যাপি…