Home বিদেশি বিনোদন ঐশ্বরিয়ার যমজ বোনকে নিয়ে ব্যাপক হই চই!

ঐশ্বরিয়ার যমজ বোনকে নিয়ে ব্যাপক হই চই!

SHARE

সাবেক বিশ্ব সুন্দরী ঐশ্বরিয়া রায় বচ্চনের যমজ বোনকে কেন্দ্র করে সোস্যাল মিডিয়া এখন বেশ সরগরম। ঐশ্বরিয়ার যমজ বোন দেখতে হুবহু তার মতো। ফলে যমজ বোনকে কেন্দ্র করে ঐশ্বরিয়ার ভক্তদের মাঝে ব্যাপক তোলপাড় শুরু হয়েছে। প্রশ্ন উঠেছে যমজ বোনের কথা এতদিন কেন লুকিয়ে রেখেছিলেন ঐশ্বরিয়া? সত্যি কি যমজ বোনের কথা লুকিয়ে রেখেছিলেন সাবেক বিশ্ব সুন্দরী? আসল ঘটনা হলো, ঐশ্বরিয়ার কোনো যমজ বোন নাই। তবে তার চেহারার সাথে হুবহু মিল আছে এমন একজন টিকটক সুন্দরীর ছবি ভাইরাল হয়েছে। তারা নাম আম্মুজ আমরুথা। ঐশ্বরিয়া অভিনীত ‘কাহকোদেন’ নামে একটি ছবির জনপ্রিয় ডায়লগে টিকটকে অভিনয় করেন আম্মুজ আমরুথা। ব্যস, তাকে নিয়ে নেট দুনিয়ায় ব্যাপক হৈ চৈ শুরু হয়ে গেছে।