Home আরোও বিভাগ টিভি গাইড এবার দুরন্ত টিভিতে সিসিমপুর

এবার দুরন্ত টিভিতে সিসিমপুর

SHARE

ছোটদের কাছে ভীষণ ভীষণ জনপ্রিয় অনুষ্ঠান সিসিমপুর। অন্যদিকে অল্পদিনেই ছোট্ট বন্ধুদের মনে জায়গা করে নিয়েছে দুরন্ত টেলিভিশন। ছোটদের প্রিয় এই দুটি মাধ্যম এবার একসঙ্গে যুক্ত হয়েছে। অর্থাৎ সিসিমপুর দেখা যাচ্ছে দুরন্ত টেলিভিশনের পর্দায়। ১৪ জুলাই থেকে সপ্তাহের প্রতিটি দিন ৩ বার করে সিসিমপুর দেখানো হচ্ছে দুরন্ত টিভিতে। সময়গুলো হচ্ছে সকাল ৮টা ৩০ মিনিটে, দুপুর ১২টা ৩০ মিনিটে এবং বিকাল ৫টা ৩০ মিনিটে। সম্প্রতি রাজধানীতে আয়োজিত এক অনুষ্ঠানে এ তথ্য জানান সিসিমপুরের নির্বাহী পরিচালক মোহাম্মদ শাহ আলম। তিনি জানান, নতুন করে দুরন্ত যুক্ত হওয়ায় সর্বমোট ৩টি টেলিভিশনে দেখা যাচ্ছে সিসিমপুর। বাকি দুটি টেলিভিশন হচ্ছে বাংলাদেশ টেলিভিশন এবং আরটিভি। শিশুদের শেখাকে আনন্দদায়ক ও উপভোগ্য করার লক্ষ্য নিয়ে সিসিমপুর নামে যে টেলিভিশন অনুষ্ঠানটির যাত্রা শুরু হয়েছিল ২০০৫ সালে, চলতি বছরই ১৫ বছরে পদার্পণ করবে। ২০২০ সালের পহেলা বৈশাখে পথচলার দেড় যুগ পূর্ণ করবে অনুষ্ঠানটি। দেড় যুগ পূর্তি উপলক্ষে বছরব্যাপী নানা আয়োজন থাকছে সিসিমপুরে। তারই অংশ হিসেবে গণমাধ্যমের মুখোমুখি হন সিসিমপুরের নির্বাহী পরিচালক মোহাম্মদ শাহ আলম। অনুষ্ঠানে সিসিমপুরের নির্বাহী পরিচালক আরও জানান, ইকরি, হালুম, শিকু, টুকটুকির মতো আগামীতে জুলিয়া নামে নতুন একটি চরিত্র যুক্ত হবে সিসিমপুরের বহরে। তিনি আশা প্রকাশ করেন বাংলাদেশের শিশুদের স্বপ্নপূরণের যাত্রায় সিসিমপুর সবাইকে পাশে পাবে।