Home প্রতিবেদন এন্ড্রু কিশোর দেশে ফিরেছেন

এন্ড্রু কিশোর দেশে ফিরেছেন

SHARE

জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত কণ্ঠশিল্পী এন্ড্রু কিশোর ঢাকায় ফিরেছেন। টানা ৯ মাস সিঙ্গাপুরে চিকিৎসা শেষে একটি বিশেষ ফ্লাইটে দেশে ফিরেছেন তিনি। বর্তমানে তিনি নিজের মিরপুরের বাসাতেই অবস্থান করছেন।

‌কোলাহলমুক্ত থাকতে দেশে ফেরার খবর এখনই কাউকে জানাতে চাননি এন্ড্রু কিশোর। তিনি গণমাধ্যমকে বলেন, ‌‘কয়েক দিন হলো দেশে এসেছি। চিকিৎসকদের পরামর্শে বিশ্রামে আছি; সপ্তাহ খানেকের বেশি মিরপুরে বাসায় কাটানোর পর শনিবার সকালে রাজশাহী এসেছি’ ।

চেকআপের জন্য তিন মাস পর পর তাকে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে যেতে হবে।

মার্চ মাসের শেষ সপ্তাহে দেশে ফিরতে চেয়েছিলেন অ্যান্ড্রু কিশোর। এর আগে সিঙ্গাপুরে হুইল চেয়ারে বসেও একটি অনুষ্ঠানে গানও শুনিয়েছিলেন তিনি। চলছিল দেশে ফেরার প্রস্তুতিও। কিন্তু করোনাভাইরাসের কারণে দেশে ফেরা হয়নি তার। অবশেষে বিশেষ ফ্লাইটে ফিরলেন দেশে।

সিঙ্গাপুর জেনারেল হাসপাতালের চিকিৎসক লিম সুন থাইয়ের অধীনে ছিলেন এন্ড্রু কিশোর। চিকিৎসক জানিয়েছেন, কয়েক মাস পর পর নিয়মিত চেকআপ করাতে হবে তাকে।