Home বইমেলা প্রতিদিন একুশে টিভিতে আমাদের বইমেলা

একুশে টিভিতে আমাদের বইমেলা

SHARE

বইমেলা নিয়ে স্যাটেলাইট চ্যানেল একুশে টিভিতে প্রতিদিন প্রচার হচ্ছে ‘আমাদের বইমেলা’ শিরোনামের অনুষ্ঠান। এতে থাকছে মেলায় আসা নতুন বইয়ের খবরা-খবর সহ লেখক, প্রকাশক, পাঠক তথা বিশিষ্টজনদের সাক্ষাৎকার। ইসরাফিল শাহিনের প্রযোজনায় এটি উপস্থাপনা করছেন এলিনা শাম্মী ও নুসরাত উর্মি। প্রচার হচ্ছে প্রতিদিন রাত ৮.৩০ মিনিটে।