Home বইমেলা প্রতিদিন আহ! প্রতিদিন যদি শিশু প্রহর থাকতো!!

আহ! প্রতিদিন যদি শিশু প্রহর থাকতো!!

SHARE
DSC_2570

মোহাম্মদ তারেক
আহ! প্রতিদিনই যদি বইমেলায় শিশু প্রহর থাকতো তাহলে মন্দ হত না। কারণ শিশু প্রহর থাকলেই বইমেলায় অধিক সংখ্যক শিশু-কিশোর ক্রেতার উপস্থিতি বাড়ে। শিশুরা মেলায় আসা মানেই বেশী বেশী বই বিক্রি হওয়া। আর বেশী বেশী বই বিক্রি হওয়া মানেই প্রকাশকের মুখে হাসি, কবি লেখকের মুখে আনন্দের ঝিলিক।
গতকাল শনিবার বইমেলায় দ্বিতীয় দিনের শিশু প্রহরে বিপুল সংখ্যক শিশু-কিশোর পাঠকের সমাগম ঘটে। কেউ এসেছিল বাবা-মায়ের হাত ধরে। কেউ এসেছিল বড় ভাই-বোনের সঙ্গে। আবার কেউ এসেছিল শিক্ষক-শিক্ষিকার হাত ধরে। বইমেলায় ঢুকেই সবাই বিভিন্ন স্টলে প্রিয় লেখক লেখিকার নতুন বইয়ের খোঁজ করতে থাকে। আর তখনই ছেলে-মেয়েদের আবদার মিটাতে ব্যস্ত হয়ে যান বাবা-মা অভিভাবকেরা। শিশুদের অনেকের পছন্দ ছিল বিজ্ঞানের বইয়ের প্রতি। পরীরাজ্য সহ ফ্যান্টাসি জাতীয় বইয়েরও খোঁজ করেছে কেউ কেউ। আবার কেউ কেউ ভুতের বই কিনে দেয়ার ব্যাপারে বাবা-মায়ের কাছে বায়না করেছে। একজন প্রকাশক বললেন, এবার বইমেলা শুরুর দিকেই জমে উঠেছে। এটা শুভ লক্ষণ। তিনি শিশুদের জন্য ভালো বইকেনার ক্ষেত্রে অভিভাবকদের সচেতন দৃষ্টি ভঙ্গির প্রতি জোর দিয়েছেন।