Ananda ALo
Ultimate magazine theme for WordPress.

এই ভালোবাসার মাঝেই বেঁচে থাকতে চাই : নায়করাজ রাজ্জাক

গুলশানের লক্ষ্মীকুঞ্জে আনন্দ আলোর সাথে দীর্ঘ এক সাক্ষাৎকারে মিলিত হন নায়করাজ রাজ্জাক। সাক্ষাৎকার নিয়েছেন সম্পাদক রেজানুর রহমান। সাথে ছিলেন বিশেষ প্রতিনিধি জাকীর হাসান

আনন্দ আলো: পেছনের দিনগুলোর কথা মনে পড়ে কী?

নায়করাজ: (একটু ভেবে নিয়ে) হ্যাঁ অবশ্যই মনে পড়ে। সেই যে সংগ্রামমুখর দিনগুলো… ভোলা কী যায়? কিছুদিন আগে আমি বিরাট একটা ‘ফাড়া’ অতিক্রম করলাম। অসুস্থ হয়ে হাসপাতালে ছিলাম। সবচেয়ে পীড়া দেয় বর্তমান ফিল্ম ইন্ডাস্ট্রির অবস্থা। যে ইন্ডাস্ট্রি আমাকে আজকের রাজ্জাক বানিয়েছে তার বর্তমান অবস্থায় আমি খুব কষ্ট পাচ্ছি!

আনন্দ আলো: আমরা সেই প্রসঙ্গে আসব। আপনার সংগ্রামমুখর দিনগুলোর কথা জানতে চাই। আপনার অভিনয় জীবনের শুরুর গল্প জানতে চাই, স্ট্রাগলের কথা জানতে চাই।

নায়করাজ: (আবার ভেবে নিলেন। তারপর মৃদু হেসে বললেন) ছোটবেলা থেকে আমি খুব জেদী ছিলাম। যা ভাবতাম তাই করতাম। যেটা ভালো মনে করেছি তাই করেছি। ১৯৬৪ সালে কলকাতায় একটা সাম্প্রদায়িক দাঙ্গা হয়েছিল। সে কারণে আমার মন খুব খারাপ হয়ে যায়। মনের দুঃখে বোম্বে যাওয়ার কথা ভাবছিলাম। কিন্তু আমার গুরু পিযুষ বসু পরামর্শ দিলেন বোম্বে না গিয়ে তুই ঢাকায় যা। তাঁর কথামতোই ঢাকায় চলে আসি। পরিবারের কারও মত ছিল না। তবুও ঢাকায় চলে আসি। ঢাকায় তো এলাম। পরিচিত বলতে তেমন কেউ নাই। তিনটা বছর খুব স্ট্রাগল করেছি। সেসব দিনের কথা ভাবলে এখনো অবাক লাগে। কী সংগ্রামটাই না করেছি। জব্বার খানকে চিনতাম। সে এক কাহিনী। কলকাতায় আমাদের বাড়ির পাশেই ছিল সাবিত্রী চ্যাটার্জির বাড়ি। আব্দুল জব্বার খান কলকাতায় গেলে সাবিত্রী চ্যাটার্জির বাড়িতে উঠতেন। একদিন আমি নাটকের রিহার্সেল দেবার জন্য কাছারি বাড়িতে যাচ্ছিলাম। পথে দেখি আমার মেজদা এক ভদ্রলোকের সাথে কথা বলছেন। আমাকে সামনে পেয়ে কাছে ডেকে নিয়ে বললেন, এনাকে চিনিস? তোদের লাইনের লোক। আমি ভদ্রলোকের দিকে তাকিয়ে আছি। আমাদের লাইনের লোক মানে? উনি কি মঞ্চে কাজ করেন? নাকি চলচ্চিত্রে? মেজদা ভদ্রলোককে পরিচয় করিয়ে দিয়ে বললেন, এনার নাম জব্বার খান। পাকিসত্মানের বিখ্যাত ফিল্ম ডিরেক্টর। সালাম দিলাম। ব্যস পরিচয় এটুকুই। তিনি কমলাপুর এলাকায় থাকতেন। ঢাকায় এসে তাঁর সাথে দেখা করলাম।

আনন্দ আলো: তার মানে আপনি একজন তরুণ, বিয়ে করেছেন। স্ত্রীকে সাথে নিয়ে অজানার উদ্দেশ্যে পাড়ি জমিয়েছিলেন। তাকে নিয়ে উঠলেন ঢাকায়?

01_3 01_5নায়করাজ: হ্যাঁ তাই। আমি ঢাকায় ফুলবাড়িয়া স্টেশনে ট্রেন থেকে নেমেছি বড় ছেলেকে কোলে নিয়ে স্ত্রীর হাত ধরে। সেখান থেকে যাই মিরপুর। তখন আমাদের একমাত্র ছেলে বাপ্পার বয়স মাত্র ৮ মাস। সেও আমাদের স্ট্রাগলের সঙ্গী। মিরপুরের পরিবেশ পছন্দ হল না। চলে এলাম কমলাপুর এলাকায়। সেখানে একটা ছোট্ট বাসা ভাড়া নিলাম এবং একদিন সাহস করে জব্বার সাহেবের সাথে দেখা করলাম। কলকাতায় তাঁর সাথে কিভাবে দেখা হয়েছিল সেসব কথা তাঁকে বললাম। তিনি চিনলেন আমাকে। সে সময় তিনি ‘উজালা’ নামে একটি ছবি করছিলেন। তাঁর অফিসে যেতে বললেন। একদিন তাঁর অফিসে গেলাম। কথায় কথায় বললেন, এক কাজ কর তুমি কামাল সাহেবের অ্যাসিস্টেন্ট হিসেবে কাজ কর। আমি একবাক্যে রাজি হয়ে গেলাম। আমি চলচ্চিত্রে অভিনয় করার জন্য ঢাকায় এসেছি। কিন্তু এতো তাড়াতাড়ি কেউ আমাকে অভিনয়ে নিবে না। কারণ কেউ তো আমার সম্পর্কে তেমন কিছু জানে না। এজন্য আমাকে আগে চলচ্চিত্রাঙ্গনে ঢুকতে হবে। এই ভেবে কামাল আহমেদ সাহেবের ফোর্থ অ্যাসিস্টেন্ট হিসেবে কাজ করতে শুরু করলাম। এর মধ্যে মজনু নামে একজন নাট্যকর্মীর সাথে আমার বন্ধুত্ব হয়ে গেছে। তার সহায়তায় মঞ্চে নাটক করি আর চলচ্চিত্রে কামাল সাহেবের ফোর্থ অ্যাসিস্টেন্ট হিসেবে চলচ্চিত্র পাড়ায় যাওয়া আসা করি। এই আমার কাজ। কামাল সাহেব নতুন একটা ছবিতে হাত দিলেন। তার নাম ‘পরওয়ানা’। সেটাতেও আমি ফোর্থ অ্যাসিস্টেন্ট। চলচ্চিত্রপাড়ায় যাওয়া আসা করছি। বিভিন্ন জনের সাথে পরিচয় হচ্ছে। কথায় কথায় তাদের জানাচ্ছি আমি মূলত অভিনেতা হতে চাই। কিন্তু কাজের কাজ কিছুই হচ্ছে না। সুভাষ দত্ত, ক্যাপ্টেন এহতেশাম এমনকি কামাল সাহেবের কাছেও নিজের ইচ্ছা ব্যক্ত করেছি। বলেছি আমি অভিনেতা হতে চাই। আমাকে একটা সুযোগ দিন। কামাল সাহেব পাত্তাই দিলেন না। আমার কথা হেসে উড়িয়ে দিলেন- অ্যাই মিয়া কিসের অভিনয় করতে চাও। অ্যাসিস্টেন্টগিরি করো। তখনকার সময়ে শ্রদ্ধেয় রহমান সাহেব বেশ ব্যসত্ম অভিনেতা। তিনি আমার ইচ্ছের কথা জানতেন। আমার চেহারাতো মাশাআল্লাহ ভালোই ছিল। স্টাইল করে চলি। উনি একদিন আমাকে সামনে পেয়ে রীতিমতো বকা দিলেন। উনি সিঁড়ি দিয়ে নামছিলেন আর আমি সিঁড়ি দিয়ে উঠছিলাম। তাঁকে দেখে সালাম দিলাম। আমাকে দাঁড় করিয়ে বললেন- অ্যাই, তুমি এভাবে ফিল্মের ‘ক্যান’ নিয়ে ঘুরে বেড়াও কেন? ওটা এভাবে বয়ে নিয়ে বেড়াবে না। ওটা ফেলে দাও। নাহলে তুমি জীবনে অভিনেতা হতে পারবে না। এই যে কামাল সাহেবের পিছনে ঘুরে বেড়াচ্ছ তিনিও কোনোদিন তোমাকে অভিনয়ের সুযোগ দিবে না। তোমার কাজ সিনেমার ক্যান নিয়ে ঘুরে বেড়ানো নয়। এটা ছাড়ো…

তাঁর কথা শুনে আমি সেদিন আবেগ ধরে রাখতে পারিনি। চোখ ছলছল করছিল। নিরুপায় ভঙ্গিতে তাঁকে বললাম- আমি আসলে কী করবো বুঝতে পারছি না… রহমান সাহেব আমার ঘাড়ে হাত দিয়ে বললেন, ফিল্মের অ্যাসিস্টেন্টগিরি ছাড়। অভিনয়ের চেষ্টা করো।

বাসায় এসে আমার স্ত্রীকে সব কথা খুলে বললাম। আমার স্ত্রী লক্ষ্মী ভেবে নিয়ে বলল, দ্যাখো তোমার যা ভালো মনে হয় তাই করো।

এই ঘটনার কিছুদিন পর আমি কামাল সাহেবকে বললাম, ভাই আমি আর অ্যাসিস্টেন্টগিরি করবো না। আমি ফিল্মে অভিনয় করতে চাই। সৌভাগ্যক্রমে ‘আখেরি স্টেশন’ নামে একটি ছবিতে ছোট্ট একটা চরিত্রে অভিনয়ের সুযোগ পেলাম। ঢাকার বাইরে চট্টগ্রাম যেতে হবে। ১৫ দিন থাকতে হবে সেখানে। সহকারী স্টেশন মাস্টারের চরিত্রে অভিনয় করবো। শবনম, রানী সরকার, শওকত আকবরসহ অনেকে এই ছবিতে অভিনয় করবেন। চলে গেলাম ‘আখেরি স্টেশন’-এ অভিনয় করতে।

আনন্দ আলো: আখেরি স্টেশনে আপনার অভিনয়টা মূলত কী ছিল? অভিনেতা হিসেবে পর্দায় কী করেছেন…

নায়করাজ: তেমন কিছু না। ছোট্ট পার্ট তো… স্টেশনের কাউন্টারে টিকিট বিক্রি করা… এই আর কী! চট্টগ্রাম থেকে ‘আখেরি স্টেশন’ শেষ করে এলাম। আর কোন কাজ পাচ্ছি না। কী করবো ভাবছি! কলকাতা থেকে যে টাকা পয়সা নিয়ে এসেছি তা শেষ। সংসার কিভাবে চলবে? ঢাকায় থাকবো নাকি আবার কলকাতায় চলে যাবো? প্রচণ্ড মানসিক সংকট শুরু হলো। কলকাতায় চিঠি লিখলেই টাকা আসবে। কিন্তু আমি পরিবারের কাউকেই আমার কষ্টের কথা জানাতে চাইলাম না। ঐ যে বললাম আমার মধ্যে প্রচণ্ড জেদ ছিল। হারবো না। একদিন লক্ষ্মীকে বললাম, কী করা যায় বলতো…

লক্ষ্মী বলল, না কলকাতায় ফিরে যাওয়া যাবে না। আমরা হারবো না। আমরা এখানেই স্ট্রাগল করবো। তুমি ভেঙ্গে পড়ো না। আল্লাহ নিশ্চয়ই একদিন মুখ তুলে চাইবেন। চেষ্টা করতে থাকো। আমি তোমার সাথে আছি… ইতিমধ্যে জহির রায়হানের সাথে আমার কিছুটা পরিচয় হয়েছে। তখন ‘বাহানা’ নামে তিনি একটি ছবি করছিলেন। তার ক্যামেরাম্যান ইনাম সাহেব আমাকে চিনতেন। তাঁর সাথে আমার বেশ ভালো সম্পর্ক হয়েছে। একদিন জহির সাহেবের কাছে আমার ইচ্ছের কথাটা জানালাম। তিনি সব শুনে তাঁর বাসায় একদিন যেতে বললেন। সাহস করে তাঁর কায়েতটুলির বাসায় একদিন হাজির হলাম। আমাকে তিনি কিছুক্ষণ দেখলেন। তারপর বললেন, আপনি এক সপ্তাহ পর অর্থাৎ নেক্সট সানডে ঘুম থেকে উঠে আবার আমার সাথে দেখা করবেন। কিন্তু এই সময়ের মধ্যে আপনি চুল কাটবেন না, দাঁড়ি কামাবেন না। বুঝতে পেরেছেন?

আমি ফিরে এসে নেক্সট সানডের জন্য অপেক্ষা করছি। চুল কাটি না। দাঁড়িও কামাই না। নির্ধারিত দিনে আবার জহির রায়হানের কায়েতটুলির বাসায় গেলাম। চা খেতে খেতে তিনি আমাকে দেখলেন। একসময় বললেন, আমার একটি উপন্যাস আছে নাম ‘হাজার বছর ধরে’। আমি সিদ্ধানত্ম নিয়েছি নেক্সট ছবি নির্মাণ করবো এই উপন্যাসকে নিয়েই। এই ছবিতে আমি আপনাকে নায়ক হিসেবে কাস্ট করবো।

জহির রায়হানের কথা শুনে আমিতো অবাক। মনে হলো আমি ভুল শুনছি নাতো? স্বপ্নেও ভাবিনি তিনি আমাকে তার ছবিতে নায়ক হিসেবে কাস্ট করবেন। ভেবেছিলাম ছোটখাটো কোন চরিত্রে হয়তো নিবেন ভেবেছেন। তাই ডেকেছেন। কিন্তু সরাসরি নায়ক। যেন বিশ্বাসই হচ্ছিলো না। জহির রায়হান আমাকে আশ্বসত্ম করলেন, যান প্রস্তুতি নিতে থাকেন। আপনি আমার নেক্সট ছবির নায়ক। অনেক আনন্দ নিয়ে বাসায় ফিরে আমার স্ত্রীকে সবকিছু খুলে বললাম। সে খুব আনন্দিত। আমাকে জড়িয়ে ধরে বলল, দ্যাখো… এভাবেই আমাদের দুখের দিন কেটে যাবে…

কিন্তু দুখের দিন তো যায় না। জহির রায়হানের পরবর্তী ছবির স্যুটিং শুরুর কোন লক্ষণই পাওয়া যাচ্ছিলো না। আমার তেমন কোন কাজ নাই। সংসার চালাব কিভাবে? রীতিমতো হাঁপিয়ে উঠেছি। ভাড়া বাসায় থাকি। তখনকার দিনে বাসা ভাড়া দিতে হতো মাসে ১০০ টাকা। অথচ কোন আয় রোজগার নাই। একজনের সূত্রে খবর পেয়ে পাকিসত্মান টেলিভিশনে খবর পাঠক হিসেবে আবেদন করার জন্য ডিআইটি বিল্ডিং-এ গেলাম। অডিশন দিলাম। অডিশনে পাসও করলাম। টিভি ভবন থেকে বেরিয়ে যাচ্ছিলাম হঠাৎ দেখা জামান আলী খান সাহেবের সাথে। তিনি অভিনেত্রী রেশমা ভাবীর স্বামী। বিভিন্ন ছবির স্যুটিং চলাকালে নাজমা ভাবীর সাথে দেখা করার জন্য তিনি সেটে যেতেন। এভাবেই তাঁর সাথে আমার পরিচয়। টিভি ভবনে আমাকে দেখে অবাক হয়ে আমাকে জিজ্ঞেস করলেন, অ্যাই মিয়া আপনি এখানে কী করছেন?

বললাম, খবর পাঠক হিসেবে অডিশন দিতে এসেছিলাম। অডিশনে পাস করেছি… আমার কথা শুনে জামান ভাই রীতিমতো হৈচৈ শুরু করে দিলেন। বললেন, আপনি কেন খবর পাঠক হবেন? এই কাজ আপনার না। আপনি আসেন আমার সাথে…

জামান ভাই আমাকে তাঁর রুমে নিয়ে বসালেন। চা খাওয়ালেন। বললেন, আপনি এতো সুন্দর অভিনয় করেন। অভিনয়ের দিকেই থাকেন। খবর পাঠ করতে গিয়ে জীবনের ‘ট্রাক’ বদলাবেন না।

তাকে সংসারের পরিস্থিতি বুঝিয়ে বললাম। তিনি সানত্ম্বনা দিলেন। বললেন, সব ঠিক হয়ে যাবে। চিনত্মা করবেন না। আপনার সাথে আমার খুব তাড়াতাড়ি আবার যোগাযোগ হবে। এই ঘটনার তিনদিন পর আমি এফডিসিতে ঘুরে বেড়াচ্ছি। জামান ভাই রেশমা ভাবীকে বাসায় নেয়ার জন্য এফডিসিতে গাড়ি নিয়ে এসেছেন। হঠাৎ আমাকে দেখে ব্যসত্ম হয়ে বললেন, এই যে রাজ্জাক সাহেব ভালই হলো আপনার সাথে দেখা হয়ে গেল। কাল আপনি টিভি ভবনে আসেন। ‘ঘরোয়া’ নামে আমরা একটি ধারাবাহিক টিভি নাটক করার সিদ্ধানত্ম নিয়েছি। ঐ নাটকে আপনি অভিনয় করবেন। সপ্তাহে তিনদিন সময় দিতে হবে। প্রতি সপ্তাহে সম্মানী পাবেন ৬৫ টাকা। রাজি তো…!

আমি যেন নিজেকে বিশ্বাস করতে পারছিলাম না। সপ্তাহে ৬৫ টাকা। তার মানে মাসে ২৬০ টাকা। মনে হলো হ্যাঁ সৃষ্টিকর্তার রহমত হয়েছে। আমি যেনো আমার ভবিষ্যৎ যাত্রার পথ খুঁজে পেলাম। টেলিভিশনে ‘ঘরোয়া’ নাটকে অভিনয় শুরু করে দিলাম। সপ্তাহে ৬৫ টাকা পাচ্ছি। সংসার চালানোর একটা পথ খুলে গেল। ইতিমধ্যে ফার্মগেটের দিকে বাসা শিফট করেছি। পয়সা বাঁচানোর জন্য ফার্মগেট থেকে হেঁটে নিউমার্কেটের কাছে ডিআইটি ভবনে যাই। আবার হেঁটেই বাসায় ফিরে আসি। ঘরোয়ায় অভিনয়ের পাশাপাশি চলচ্চিত্রাঙ্গনের প্রায় সবার সাথেই যোগাযোগ রেখে চলেছি। যার সাথেই দেখা হয় তাকেই বলি আমি সিনেমায় অভিনয় করতে চাই। একটা সুযোগ দিন। জহির রায়হানের সেই ছবিরও খবর পাচ্ছি না। ইতিমধ্যে দু’টি ছবিতে ট্যাক্সি ড্রাইভার আর পিয়নের ছোট্ট চরিত্রে অভিনয়ের সুযোগ পেলাম। অভিনয়ও করলাম। কিন্তু সেই অর্থে আমাকে কেউ ডাকছে না। আবার হতাশা গ্রাস করতে লাগল। কিন্তু লক্ষ্মী আমাকে সাহস দিয়েই চলেছে- হতাশ হয়ো না। দেখো একদিন আমাদের সুদিন আসবেই।

069বোধকরি এলো সেই সুদিন। ডিআইটিতে টিভি ভবনে ‘ঘরোয়া’ নাটকের স্যুটিং করছিলাম। সেখানে জহির রায়হানের ক্যামেরাম্যান জাকারিয়া সাহেবের সাথে দেখা। আমাকে দেখে হনত্মদনত্ম হয়ে বললেন, রাজ্জাক সাহেব আপনার জন্য একটা খবর আছে। জহির রায়হান সাহেব আপনাকে খুঁজছেন। ডিআইটি থেকেই সরাসরি জহির রায়হান সাহেবের সাথে দেখা করার জন্য গেলাম। আমাকে দেখে তিনি রীতিমতো হৈচৈ শুরু করে দিলেন- এই যে রাজ্জাক সাহেব… আপনাকে আমি হন্যে হয়ে খুঁজছি। আপনাকে আমার দরকার। আপনাকে আমার নতুন ছবির হিরো করেছি। ছবির নাম ‘বেহুলা’। একথা বলতে বলতেই আমার হাতে ৫০০ টাকা ধরিয়ে দেয়া হলো। এটা হলো ছবির জন্য সাইনিং মানি। আমিতো অবাক। শুরু হলো আমার জীবনের আরেক অধ্যায়। ‘বেহুলার’ স্যুটিং চলছে। ‘ঘরোয়াতেও’ অভিনয় করে যাচ্ছি। ‘বেহুলার’ স্যুটিং শেষ হলো। হলে রিলিজ হলো। তারপরতো আরেক ইতিহাস…

আনন্দ আলো: সেই ইতিহাসটাই জানতে চাই…

নায়করাজ: ‘বেহুলা’ নিয়ে আমি খুব টেনশনে ছিলাম। কারণ জহির রায়হান আমাকে নায়ক হিসেবে পছন্দ করলেও প্রডিউসার প্রথমে পছন্দ করেন নাই। ছবিটা ছিল স্টার গ্রুপের। তারা নায়ক হিসেবে চেয়েছিল শওকত আকবর, হাসান ইমামসহ তখনকার দিনের যেকোন পরিচিত অভিনেতাকে। একেবারে নতুন আনকোরা একজন অভিনেতা হিসেবে আমাকে তাদের পছন্দ হয়নি। কিন্তু জহির রায়হান তার সিদ্ধানেত্ম ছিলেন অটল। আমাকে দিয়ে তিনি প্রথমে একটি গানের দৃশ্যের স্যুটিং করলেন, নাচে মন ধিনা ধিনা… ‘বেহুলায়’ অসম্ভব জনপ্রিয় হয়ে ছিল এই গান। প্রডিউসারকে এই গানের চিত্রায়ন দেখানোর পর পরিবেশ, পরিস্থিতি বদলে যায়। প্রডিউসার আমাকে গুরুত্ব দিতে শুরু করে। ‘বেহুলা’ রিলিজ হলো। সুপারহিট হলো। সারাদেশে হৈচৈ পড়ে গেল ছবিটি নিয়ে। অভিনেতা হিসেবে আমার প্রতি আগ্রহ দেখা দিল সবার। বলা যায় জহির রায়হানের ‘বেহুলাই’ আমাকে ছবির জগতে টিকে থাকার শক্ত ভিত্তি দিয়েছে।

‘বেহুলার’ পর নতুন ছবির জন্য অপেক্ষা করছি। জহির রায়হান পরিবারেরই একটি ছবি ‘আগুন নিয়ে খেলা’র স্যুটিং শুরুর প্রস্তুতি চলছিল। এই ছবিতে আমাকে নেয়ার জন্য সুমিতা দেবীকে পরামর্শ দিলেন জহির রায়হান। কিন্তু সুমিতা দেবী রাজি হলেন না। তিনি জহির রায়হানকে মুখের উপর বলে দিলেন, ফোক ছবির নায়ক হিসেবে রাজ্জাক ভালো করলেও সামাজিক কাহিনীর ছবিতে হিরো হিসেবে তাকে মানাবে না। একথা আমার কানেও এলো। আমি খুব দুঃখ পেয়েছিলাম।

জহির রায়হানের নতুন ছবি ‘আনোয়ার’ স্যুটিং করার জন্য সিরাজগঞ্জে গেলাম। সেখানে স্যুটিং চলছে। হঠাৎ দেখি একদিন সুমিতা দেবী হাজির। তিনি মত পাল্টেছেন। ‘আগুন নিয়ে খেলা’য় আমাকে হিরো হিসেবে নিতে চান। আমি তাকে বললাম, আপনি তো আমাকে রিফিউজ করেছেন। তারপরও কেন আমাকে নেয়ার কথা ভাবছেন?

সুমিতা দেবী বললেন, বাদ দেন পেছনের কথা। আপনি রাজি হয়ে যান। সেদিন দেখেছি জহির রায়হানও তার ক্ষোভের বহিপ্রকাশ ঘটিয়েছেন। সুমিতা দেবীর সামনেই আমাকে বললেন, রাজ্জাক সাহেব বুঝেশুনে এই ছবিতে সাইন করবেন। কারণ ওরা আপনাকে একদিন রিফিউজ করেছিল…

তো, যাইহোক ‘আগুন নিয়ে খেলায়’ অভিনয় করার জন্য রাজি হয়ে গেলাম। এক সাথে দুই ছবির স্যুটিং শুরু হলো। ঢাকায় এফডিসিতে ‘আগুন নিয়ে খেলা’ আর সিরাজগঞ্জে ‘আনোয়ারা’। সিরাজগঞ্জে ‘আনোয়ার’ স্যুটিং করে ঢাকায় যাই। আবার ঢাকায় ‘আগুন নিয়ে খেলার’ স্যুটিং করে সিরাজগঞ্জে ফিরে আসি। ‘আগুন নিয়ে খেলার’ পর আমাকে আর পিছনে ফিরে তাকাতে হয়নি। শুধু ফোক নয় সামাজিক কাহিনী নির্ভর ছবিতেও আমি অপরিহার্য হয়ে উঠলাম। কলেজের ছাত্র। গিটার নিয়ে গান করি। সাধারণ বাঙ্গালি দর্শক যেন তাদের পাশের বাড়ির ছেলেটাকেই খুঁজে পেল।

আনন্দ আলো: চলচ্চিত্রে একজন নতুন অভিনেতা রাজ্জাক এই যে ক্রমান্বয়ে জনপ্রিয় হয়ে উঠলেন… ব্যাপারটা কী সহজ ছিলো?

নায়করাজ: না, মোটেই না। আমি তো অভিনেতা রাজ্জাকের স্ট্রাগলের কথাই এতোক্ষণ বললাম। অভিনেতা হিসেবে তার এগিয়ে যাবার গল্পটা খুব সহজ সরল ছিল না। তখনকার দিনে আমাদেরকে প্রতিযোগিতা করতে হয়েছে উত্তম কুমারের সাথে। কমপিটিশন করতে হয়েছে ওয়াহিদ মুরাদ, মোহাম্মদ আলীর সঙ্গে। তখনকার দিনে বাংলা ছবি করার ব্যাপারে অনেকেরই আগ্রহ ছিল না। কারণ বাংলা ছবির দর্শক কম। সে কারণে বাঙ্গালী পরিচালকদের অনেকেই উর্দু ছবি নির্মাণ শুরু করেছিলেন। এই সময় ‘রূপবান’, ‘বেহুলা’, ‘আগুন নিয়ে খেলা’, ‘এতটুকু আশা’র মতো বাংলা ছবি দর্শককে আবার হলে ফিরিয়ে আনে। হয়তো অনেকে বলবেন আমি অহংকার করে বলছি। ঠিক তা নয়। ইতিহাস স্বাক্ষী। রাজ্জাককে কেন্দ্র করে তখনকার দিনে ছবি বানানো শুরু হলো। সেই সময়ের মানুষদের সাথে এখন আমার দেখা হলেই তারা আমাকে বলেন, সিনেমা হলে আপনার নতুন ছবি দেখার জন্য রীতিমতো যুদ্ধ করে টিকিট জোগাড় করতাম। এক ছবি যে কতবার দেখেছি… সত্যি আপনি আমাদের বাংলা সিনেমাকে অনেক জনপ্রিয় করেছেন।

আনন্দ আলো: তখনকার দিনে ছবির স্যুটিং-এর ক্ষেত্রে একটা নিয়ম মেনে চলা হতো। সকাল নয়টা মানে নয়টাই…

নায়করাজ: তখনকার দিনে ছবির স্যুটিং ছিল অনেকটা উপাসনার মতো। কাজের প্রতি দারুণ শ্রদ্ধা ছিল সবার। বাংলা ছবিকে যে কোন মূল্যে জনপ্রিয় করতে হবে এ ব্যাপারে সবাই ছিলেন খুবই আনত্মরিক। ‘বেহুলা’, ‘আনোয়ারা’, ‘আগুন নিয়ে খেলার’ মতো ছবি সুপারহিট হওয়ার পর সবাই আমাকে বেইজ করে ছবি নির্মাণ শুরু করেন। নায়িকা হিসেবে কবরী, সুচন্দা, আর সুজাতাকে দর্শক কাছে টেনে নিয়েছে। আমি নায়ক। কোনো ছবিতে কবরী, কোনো ছবিতে সুচন্দা অথবা সুজাতা নায়িকা। একটার পর একটা ছবি নির্মাণ শুরু হলো। ২৪ ঘণ্টার মধ্যে কখনো কখনো ১৮ ঘণ্টা এমনকি ২০ ঘণ্টাও স্যুটিং করেছি। কামাল আহমেদ, সুভাষ দত্ত, কাজী জহির, নারায়ণ ঘোষ মিতা সহ সকল পরিচালক নিজেরাই আমার সিডিউল ভাগাভাগি করে নিতেন। ১৯৬৮ থেকে ১৯৮৫ সাল পর্যনত্ম একটানা ১৭ বছর আমি কখনো ২০ ঘণ্টা ছবির স্যুটিং করেছি। ৪ ঘন্টা ঘুমাতাম। সবার মধ্যে ভালো কাজ করার তাড়না ছিল। সাধনা ছিল সবার মধ্যে। একটা গান রেকর্ডিং করতে ৩/৪ দিন সময় লাগত। আর এখন নাকি একঘণ্টায় গান রেকর্ডিং হয়। অবাক লাগে এসব কথা শুনে।

আনন্দ আলো: একটু ভিন্ন প্রসঙ্গে আসি। এই যে আপনি বললেন, রাজ্জাক-কবরী, রাজ্জাক-সুচন্দা, রাজ্জাক-সুজাতা চলচ্চিত্রে জুটি গড়ে উঠলো। এটার পেছনে কী কাজ করেছে?

03_4নায়করাজ: সুচন্দার সাথে আমার প্রথম জুটি গড়ে ওঠে ‘বেহুলার’ মাধ্যমে। সুজাতার সঙ্গে আগুন নিয়ে খেলার মাধ্যমে। আর কবরীর সাথে জুটি গড়ে ওঠে ‘ময়নামতির’ মাধ্যমে। পিওর রোমান্টিক ছবি কিন্তু ‘ময়নামতি’। এই ছবিতে কবরীর সাথে আমার একটা রোমান্টিক জুটি গড়ে ওঠে। তখনকার দিনে উত্তম-সুচিত্রা জুটির একটা ক্রেজ ছিল। এর বিকল্প হিসেবে আমাদের দেশে রাজ্জাক-কবরী জুটিকে দর্শক আপন করে নেয়। কবরীর সাথে তখন যতগুলো ছবি করেছি তার সবগুলোই ছিল সুপারহিট। আবির্ভাবের মতো একটা কঠিন ছবিকেও দর্শক লুফে নিয়েছে। তারপর এলো ‘নীল আকাশের নীচে’। দর্শক লুফে নেয়। রাজ্জাক-কবরী জুটির মূল আকর্ষণ ছিল বিশ্বসত্মতা। দর্শক রাজ্জাককে ভাবতো পাশের বাড়ির প্রিয় ছেলেটি আর কবরীকে ভাবতো পাশের বাড়ির প্রিয় মেয়েটি। তরুণরা এক একজন নিজেদেরকে রাজ্জাক ভাবতে শুরু করে। আর তরুণীরা নিজেদেরকে কবরী ভাবতে শুরু করে। সে কারণে তাদের অভিনয় দেখার জন্য হলে ছুটে যায়। এমনিভাবে সুচন্দা আর সুজাতার সাথেও জুটি গড়ে ওঠে আমার। শাবানার সাথে তখনও আমার ছবি করা হয়ে উঠেনি। কারণ শাবানা তখন উর্দু ছবিতেই অভিনয় করতেন। ‘চকোরী’, ‘ছোট সাহেব’ এইসব ছবিতে অভিনয়ের জন্য ব্যসত্ম ছিলেন। ‘পায়েল’ নামে একটি ছবি করার সময় একদিন শাবানা দুঃখ প্রকাশ করেন আমার কাছে। বাংলা ছবিতে তিনি সুযোগ পাচ্ছেন না। আমি যেন তাকে এ ব্যাপারে সহায়তা করি।

সুলতানা জামান তখন ‘ছদ্মবেশী’ নামে একটি ছবি করবেন। নায়ক যথারীতি আমি। নায়িকা হিসেবে কবরী অথবা অন্য কাউকে ভেবেছিলেন তাঁরা। আমিই এই ছবিতে শাবানাকে নেওয়ার জন্য অনুরোধ করি। সুলতানা জামান প্রথমেই আপত্তি তোলেন। তিনি বলেন, শাবানা উর্দু ছবির নায়িকা। বাংলা ছবিতে তাঁকে মানাবে না… শেষ পর্যনত্ম তিনি আমার কথার গুরুত্ব দিয়েছেন। যেহেতু আমি তখন ছবির নায়ক হিসেবে অপরিহার্য হয়ে উঠেছি। সে কারণে আমার কথা ফেলতে পারেননি। আমার সাথে শাবানাকে ‘ছদ্মবেশী’ ছবিতে নেয়া হলো। ছবিটি সুপারহিট হয়েছিল। শাবানাও বাংলা ছবিতে অপরিহার্য হয়ে উঠলেন। রাজ্জাক-কবরী, রাজ্জাক-শাবানা… ববিতার সাথে তখনও আমার জুটি গড়ে ওঠেনি। ‘সংসার’ নামে একটি ছবিতে ববিতা আমার মেয়ের ভূমিকায় অভিনয় করে। নায়িকা ছিলেন সুচন্দা। একদিন সেই ববিতার সাথেও আমার জুটি গড়ে ওঠে। আমরা সবাই মিলে আমাদের বাংলা সিনেমাকে মর্যাদার আসনে প্রতিষ্ঠিত করার জন্য রীতিমতো এক যুদ্ধে নেমেছিলাম। আমরা এক পর্যায়ে সফলও হয়েছি।

আনন্দ আলো: জনপ্রিয়তার তুঙ্গে এখন আপনি। আপনার প্রেমে পরেছিলেন অসংখ্য নারী। কিভাবে সামলেছেন।

নায়করাজ: সরাসরি একটা কথা বলি। আমার সকল প্রেম ছিল চলচ্চিত্রে অভিনয়কে ঘিরে। ছবিতে অভিনয়কে গুরুত্ব দিয়েই আমি সবার সাথে সুসম্পর্ক রাখতাম। তখনকার দিনে আমাকে নিয়ে অনেক লেখালেখি হয়েছে। অনেক গালগল্প ছাপা হয়েছে। আমি এসবকে মোটেই গুরুত্ব দেইনি। কারণ আমি নিজের কাছে সবর্দাই সৎ ছিলাম। সহকর্মী নারী শিল্পীদের আমি বেশ শ্রদ্ধা করতাম। তবে হ্যাঁ ভক্তদের নিয়ে বিড়ম্বনা হয়েছে প্রচুর। বিশেষ করে মেয়ে ভক্তদের অম্লমধুর ভালোবাসা প্রায়শই সহ্য করতে হত। কখনও কখনও মনে হয়েছে মেয়ে ভক্তরা বোধকরি আমাকে ছিড়ে খাবে। বাসা থেকে যখন স্যুটিং স্পটে যাবার জন্য বের হতাম তখন দোয়া-দরুদ পড়ে নিতাম। যখন বাসায় ফিরতাম তখনও দোয়া দরুদ পড়তাম। একথা আবারও স্বীকার করছি আমার স্ত্রী লক্ষ্মী আমাকে অনেক ফ্রিডম দিয়েছিল। এমনও হয়েছে মেয়ে ভক্তরা আমাদের ড্রয়িং রুমে ঢুকে আমার ওয়াইফকে বের করে দিয়েছে। ছবির অ্যালবাম নিয়ে সে কী কাড়াকাড়ি। তখন লক্ষ্মী তাদের বলেছে যাই কর না কেন আমার লোকটাকে নিয়ে যেও না তোমরা। একবার কুমিল্লায় স্যুটিং করছি। ছবির নাম ‘দুইভাই’। পরিচালক জহির রায়হান। ছবিটা বেশ চ্যালেঞ্জিং ছিল। রমজানের ৭ তারিখ স্যুটিং শুরু হয়েছে। ঈদেই রিলিজ হবে। এজন্য বেশ টেনশন ছিল সবার মাঝে। কুমিল্লায় দীঘির পাড়ে স্যুটিং শুরু হলো। চারদিকে প্রচণ্ড ভীড়। দীঘির পাড় দিয়ে সাইকেল চালিয়ে যাব। সাইকেলে পা চালিয়ে দীঘির পাড়ের অর্ধেক অতিক্রম করেছি হঠাৎ কোত্থেকে যেন দশ/বার জন তরুণী দৌড়ে এসে সাইকেলে ধাক্কা দিয়ে আমাকে মাটিতে ফেলে দিল। তারপর আমাকে প্রায় চ্যাংদোলা করে পাশেই একটি ঘরে নিয়ে দরজা আটকে দিল। স্যুটিং ইউনিটে তখন বেশ উৎকণ্ঠা ছড়িয়ে পরেছে। ইউনিটের দায়িত্বপ্রাপ্ত একজন দৌড়ে গিয়ে ঘরের দরজায় টোকা মারতেই একজন তরুণী বেড়িয়ে এসে ভারিক্কী গলায় বলল- ঝামেলা করবেন না। আমরা উনাকে বেশিক্ষণ আটকে রাখব না। তারপর ঘরের ভিতর আমাকে নিয়ে শুরু হলো নানা গবেষণা। কেউ আমার চুলে হাত দেয়। কেউ গাল টিপে দেখে। কেউ পাশে বসে আদর করতে চায়। এভাবে চলল প্রায় বিশ মিনিট। তারপর আমাকে ওরা ছেড়ে দিয়ে যাবার সময় বলল- যান এবারের মতো ছেড়ে দিলাম…।

আরেকটি ঘটনা বলি। এফডিসিতে ‘দর্পচূর্ণ’ নামে একটি ছবির স্যুটিং হবে। মেকআপ নিচ্ছিলাম এফডিসির মেকআপ রুমে। হঠাৎ দেখি বিশ্ববিদ্যালয় পড় য়া ৪ জন মেয়ে আমার কাছে এল। ওরা আমাকে দেখতে এসেছে। একথা সে কথা। আমি ওদের বললাম- তোমাদের যদি অটোগ্রাফ লাগে তাহলে কাগজ দাও। ওরা কোন আগ্রহ দেখাল না। তবে পরস্পরের মধ্যে ইশারায় কী যেন বলাবলি করল। মেকআপ রুমের আয়নায় আমি সব দেখতে পাচ্ছি। হঠাৎ দেখলাম ওরা চারজনই ওয়ান টু থ্রি… বলে আমার ওপর ঝাঁপিয়ে পড়লো। শুরু হলো আমার গালে চুমু খাওয়ার প্রতিযোগিতা। মেকআপ ম্যান চিৎকার দিচ্ছে- কে কোথায় আছেন দৌড়ে আসেন… নায়ককে তো মেরে ফেলল। এতক্ষণে তরুণীরা আমাকে ছেড়ে দিয়েছে এবং বীরদর্পে চলেও গেছে। আয়নায় তাকিয়ে দেখি মুখের মেকআপ নষ্ট হয়ে গেছে। সারা মুখে লিপিস্টিকের দাগ… এরকমই ক্রেজ ছিল নায়ক রাজ্জাককে ঘিরে। সেজন্য আমার ছবি মানেই ছিল হিট ছবি…

আনন্দ আলো: আপনার জীবনে আপনার স্ত্রীর ভূমিকাটা আরেকবার জানতে চাই।

নায়করাজ: লক্ষ্মীর মতো একটা মেয়ে আমার জীবনসঙ্গী হয়েছে এটাকে আমি মনে করি আল্লাহর অশেষ মেহেরবানী। আমি অনেক ভাগ্যবান সে কারণে লক্ষ্মীর মতো এরকম লক্ষ্মী বউ পেয়েছি। আমার জীবনে ওর অবদান গায়ের চামড়া দিয়েও শোধ করা যাবে না। সংসার জীবনের শুরুর দিকে অসংখ্যবার আমি হতাশ হয়েছি। ঢাকা থেকে কলকাতায় ফিরে যেতে চেয়েছি। প্রতিবারই লক্ষ্মী আমাকে সাহস যুগিয়েছে। অর্থ কষ্টে থাকার পরও বলেছে তুমি ভেঙ্গে পড়োনা। চেষ্টা চালিয়ে যাও। দেখবে আল্লাহ একদিন আমাদেরকে আলোর মুখ দেখাবেন। আমার কাছে লক্ষ্মীর কোন দিনই কোনো ডিমান্ড ছিল না। আমরা যারা চলচ্চিত্রে অভিনয় করি বিশেষ  করে নায়ক-নায়িকার মধ্যে অনেকের ব্যক্তি জীবন বেশ ঝামেলার। যেমন উত্তর কুমারের ব্যক্তি জীবন ছিল অনেক সমস্যায় ভরা। কিন্তু আল্লাহর রহমতে আমাদের সংসার জীবন আনন্দের সমুদ্রে পরিণত হয়েছে। এটা সম্ভব হয়েছে মূলত আমার স্ত্রী লক্ষ্মীর কারণেই।

আনন্দ আলো: একটু ভিন্ন প্রসঙ্গে আসি। চলচ্চিত্রের সেই সময় আর এই সময়ের তুলনা কিভাবে করবেন?

নায়করাজ: এই সময় বলতে চলচ্চিত্রে কিছু আছে নাকি? এই সময় নিয়ে আমি কোন মনত্মব্য করতে চাইনা। এক সময় আমাদের একটা চলচ্চিত্র পরিবার ছিল। সুখে দুঃখে সবাই এক সাথে থাকতাম। কাজের ক্ষেত্রে প্রতিযোগিতা ছিল ঠিকই কিন্তু স্বার্থপরতার মনোভাব ছিল না কারও মধ্যে।

আনন্দ আলো: এ ব্যাপারে আপনার কোনো পরামর্শ আছে?

নায়করাজ: খুবই কঠিন প্রশ্ন। কারণ চলচ্চিত্রের বর্তমান সময়ে কোন পরামর্শ দেয়ার যোগ্যতা বোধকরি আমার নাই। কারণ আমরা এখন পরস্পরকে শ্রদ্ধা করি না। সহকর্মী, বন্ধুদের খোঁজ রাখি না। চলচ্চিত্র এখন ব্যবসায় রুপ নিয়েছে। সে কারণে যার কোন মূল্য নাই তাকে মূল্য দেয়া হচ্ছে। যোগ্য মানুষের কোন মূল্যায়ন হচ্ছে না। এই অবস্থার পরিবর্তন দরকার।

আনন্দ আলো: পরজন্মে বিশ্বাস করেন?

নায়করাজ: আমি মুসলমান। কাজেই পরজন্মে বিশ্বাস করি না। তবে এটা বিশ্বাস করি আমার মৃত্যুর পর অনত্মত ৫০ বছর আমার কথা দেশের মানুষ মনে রাখবে, আমাকে ভালোবাসবে… ঐটাই হবে আমার পরজন্ম।

আনন্দ আলো: কিংবদনত্মী অভিনেতা আপনি? কিভাবে নিজেকে মূল্যায়ন করবেন?

নায়করাজ: আমি ব্যক্তি রাজ্জাক মাঝে মাঝে নায়করাজ রাজ্জাকের কথা ভেবে অবাক হই। পৃথিবীর আর কোনো দেশে বোধকরি আমার মতো ভাগ্যবান অভিনেতা নাই। এক সময় ৭ কোটি মানুষ আমাকে চিনত। এখন দেশের ১৭ কোটি মানুষ আমাকে চিনে। আমাকে ভালোবাসে। আমি তো কোনো ভিআইপি নই অথচ এয়ারপোর্টসহ নানা জায়গায় আমি যে সম্মান পাই তা অতুলনীয়। মানুষের ভালোবাসা দেখে আমি মুগ্ধ। এই ভালোবাসার মাঝেই বেঁচে থাকতে চাই।

03_6কেন শিরোনাম তাঁর নায়করাজ

-অরুণ চৌধুরী

বিশ্ববিদ্যালয় থেকে বেরিয়ে পত্র-পত্রিকায় লেখার কাজ শুরু করি। সংস্কৃতি সাংবাদিকতা প্রিয় বিষয়। স্বাভাবিকভাবে শীর্ষস্থানীয় সাপ্তাহিক চিত্রালীতে যাওয়া-আসা, আড্ডা। সফল সিনিয়র সাংবাদিক নরেশ ভূইয়া, হীরেন দে প্রমুখের টেবিলে চা খাই। সিঙ্গারা খাই। বন্ধুবর আব্দুর রহমানের সঙ্গে মাসিত্ম করি। আর একটা বিষয়ে ক্ষোভও প্রকাশ করে ফেলি মাঝেমধ্যে। সময়টা সত্তর দশকের শেষ ভাগ। ক্ষোভের কারণ, চিত্রালীর সম্পাদকের একটি ভূমিকা। আহমদ জামান চৌধুরী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ছিলেন। দারুণ গান লেখেন। লেখেন কবিতা। প্রচুর পড়াশোনা জানা এ মানুষটি নাকি এদেশের একজন সিনেমা অভিনেতার নামকরণ করেছেন ‘নায়করাজ’। এই নামের শোভা তো বাংলা সিনেমার উত্তম কুমারের সঙ্গে যায়। অন্য কেউ না। একদিন কথাটা বলেও ফেললাম জামান ভাইকে। উনি উত্তেজিত না হয়ে বললেন, আমার এ হিসেব সঠিক নাকি তোমাদের ক্ষুব্ধ হওয়াটা ঠিক সময়ই বলে দেবে।

সময়ই বলে দিয়েছে সব। নায়করাজ রাজ্জাকের সমতুল্য এই চল্লিশ বছরে আর একজনও জন্ম নেননি। পরবর্তীতে সাংবাদিকতার পাশাপাশি মূলধারা ছবির সহকারী পরিচালনার কাজে ঢুকে সরাসরি সান্নিধ্য পাওয়ার ঘটনা ঘটেছে। মানুষ রাজ্জাককে দেখবার সুযোগ হয়েছে। বোঝা সম্ভব হয়েছে মানুষ রাজ্জাকও একজন রাজতুল্য ব্যক্তিত্ব।

অ্যাকশন ছবি, পোশাকী ছবি এবং রোমান্টিক ছবি সব বিষয়েই রাজা হয়ে উঠেছেন মানুষটি।

এমন ক্ষণজন্মা পুরুষ যুগে যুগে আসেন না। হঠাৎ আসেন। যার উদাহরণ তিনি নিজে! ইউনিসেফ-এর শুভেচ্ছা দূত হিসেবেও সামাজিক দায়িত্ব পালন করেন তিনি!