Home ফিচার আমাদের মোশাররফ করিম!

আমাদের মোশাররফ করিম!

SHARE
mosharraf

মোশাররফ করিম, আমাদের শোবিজে এক নামেই যার ব্যাপক পরিচিতি। টেলিভিশনের কোনো নাটকে অথবা টেলিফিল্মে মোশাররফ করিমের উপস্থিতি মানেই দর্শকের অনেক আনন্দের বিষয়। বর্তমান সময়ে অবস্থাটা এমন দাঁড়িয়েছে যে, মোশাররফ করিম যদি একা কোনো নাটকে অভিনয় করেন সেই নাটকও দর্শক দেখবেন ব্যাপক আগ্রহ নিয়ে। অথচ অভিনয়ে মোশাররফ করিমের জীবন সংগ্রাম খুব সহজ ছিল না। এলাম আর জয় করলাম টাইপের কাহিনী ঘটেনি তার জীবনে। অভিনয়ের প্রথম দিকে নাটকের সেটে গিয়ে ঘণ্টার পর ঘণ্টা বসে থেকেছেন। তবুও অভিনয়ের জন্য তার ডাক পড়েনি। একবার সারাদিন অপেক্ষা করার পরও তাকে অভিনয়ের জন্য ডাকা হয়নি। সেই মোশাররফ করিম এখন দেশ সেরা অভিনেতা। শুধু টিভি নয়, চলচ্চিত্রেও তার অবাধ গতি। আনন্দ আলোয় একাধিকবার মোশাররফ করিমের জীবন সংগ্রাম নিয়ে লেখা হয়েছে। আজ তিনি প্রতিষ্ঠিত তারকা। শুভেচ্ছা নিরন্তর।