Home বইমেলা প্রতিদিন আড্ডা মুখর প্রিয় কবি লেখকের হাতে হাতে বইমেলা প্রতিদিন

আড্ডা মুখর প্রিয় কবি লেখকের হাতে হাতে বইমেলা প্রতিদিন

SHARE
Boimela-Protidin

সুবর্ণ সরকার
মেলা মানেই হৈ চৈ আর আড্ডা। আর সেটা যদি হয় বইমেলা তাহলে তো কথাই নেই। আড্ডা মাস্ট। একুশে বইমেলা এবার অনেক বড় পরিসরে অনুষ্ঠিত হচ্ছে। প্রতিদিন মেলায় অসংখ্য মানুষ আসছেন। কবি, লেখকদের উপস্থিতিও প্রতিদিন বাড়ছে। কিন্তু মেলা মাঠে আড্ডা দেয়ার তেমন কোনো জায়গা নেই। তাতে কী? আড্ডা দিতে আবার নির্ধারিত জায়গা লাগে নাকি? চেয়ার টেনে বসে গেলেই তো হলো। গতকাল এমনি এক আড্ডা জমে উঠেছিল একুশে বইমেলার সোহরাওয়ার্দী উদ্যান অংশে। চেয়ার টেনে মেলা মাঠে বসে গেলেন চলচ্চিত্র পরিচালক আবু সাইয়িদ, শিশুসাহিত্যিক আমীরুল ইসলাম, আহমাদ মাযহার, কথাসাহিত্যিক ইসহাক খান, সৈয়দ ইকবাল, হুমায়ূন কবীর ঢালী, জসীম মল্লিক সহ অনেকে। আড্ডা চলছিল। হঠাৎ সবার হাতে পৌছে যায় আনন্দ আলো বইমেলা প্রতিদিন এর কপি। সঙ্গে সঙ্গে বেশ মনোযোগী পাঠক হয়ে যান সকলে। তারপর বইমেলা, লেখালেখি সহ নানা বিষয়ে আড্ডা জমে ওঠে।