Home ফিচার অফট্র্যাকের জয়া

অফট্র্যাকের জয়া

SHARE
Joya-Ahsan

আমাদের জয়া আহসান এখন শুধু বাংলাদেশে নয় ভারতের কলকাতায়ও দারুণ ব্যস্ত। কলকাতার বাংলা ছবিতে দাপটের সঙ্গে অভিনয় করছেন। জয়ার অভিনয় প্রতিভার প্রশংসা করে ২০০৮ সালে আনন্দ আলোয় একটি বিশেষ প্রচ্ছদ কাহিনী ছাপা হয়েছিল। শিরোনাম ছিল অফট্র্যাকের জয়া। আমরা সেদিনই বলেছিলাম জয়া ভবিষ্যতে এপার বাংলা ওপার বাংলায় দারুণ ব্যস্ত হয়ে উঠবেন। হয়েছেনও তাই। জয়া সেদিন বলেছিলেন, যে যাই বলুক অভিনয়ের ক্ষেত্রে আমি বড়ই স্বার্থপর। একটি বিজ্ঞাপনের মডেল হিসেবে অভিনয় জীবন শুরু হয় জয়ার। ১৯৯৬ সালের কথা। কোকাকোলার একটি বিজ্ঞাপন করেছিলেন। তারপরে একটি নাটকে অভিনয় করেন। তারপর তো ধাপে ধাপে আজকের অবস্থানে উঠে এসেছেন।