Ananda ALo
Ultimate magazine theme for WordPress.

হৃদয়ে মাটি ও মানুষ অনুষ্ঠানে মুক্তাঙ্গনে মুরগী পালন

ইউরোপিয় ইউনিয়নের সিদ্ধান্ত মেনে উন্নতবিশ্বের দেশগুলোতে এখন মুরগী পালন হয় মুক্ত পরিবেশে। বাংলাদেশের দুয়েকজন খামারিও অনুসরণ করছেন এই কৌশল। তাদেরই একজন নরসিংদীর শিবপুরের কামরুল ইসলাম মাসুদ। মুক্ত পরিবেশে দেশি বিদেশি জাতের মুরগি ও টার্কির এক সংগ্রহ গড়ে তুলেছেন তিনি। শুধু দেশি জাতের মুরগীই নয়, খামারটিকে বলা যেতে পারে বৈচিত্রময়ম মুরগীর অনন্য সংগ্রহশালা। সবমিলিয়ে দেশি মুরগীর মাতৃজাত রয়েছে ২৫০টি। এছাড়া রয়েছে ১ হাজার টারকি, ১ হাজার ৫’শ ফাওমী ও আরআইআর জাতের মুরগী, ২০/২৫টি সিল্কি জাতের মুরগী ছাড়াও আরো কয়েকটি অপ্রচলিত জাত।
এ প্রতিবেদনটি প্রচারিত হবে ৭ জুলাই শনিবার রাত ৯টা ৪০ মিনিটে ‘হৃদয়ে মাটি ও মানুষ’ অনুষ্ঠানে। পুন:প্রচার হবে ৮ জুলাই রোববার বেলা সাড়ে ১১টায়।