Ananda ALo
Ultimate magazine theme for WordPress.

সবি তোমার কাছে যাবার

রাবেয়া খাতুন, আমাদের বাংলা সাহিত্যে অনন্য এক নাম। আমাদের অভিভাবক তিনি। আনন্দ আলো বিভিন্ন সময়ে তাঁর একাধিক সাক্ষাৎকার প্রকাশের সুযোগ পেয়েছে। আমরা যতবারই তাঁর মুখোমুখি হয়েছি সৃষ্টিশীল কাজের প্রেরণা পেয়েছি। একবার এক সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, আমার উপন্যাসের সংখ্যা ৬০ এর বেশি হবে। কিছু উপন্যাসের চরিত্র আমার বেশ প্রিয়। কখনও কখনও আমি তাদের সঙ্গে থাকি, বিচরণ করি। উপন্যাস লেখার ক্ষেত্রে কখনও কখণও এমন ঘটনা ঘটে। আমি চরিত্রগুলোর সঙ্গে কথা বলি। আমি মনের দিক থেকে সর্বদাই নিজেকে তরুণ মনে করি। উপন্যাসের নায়ক-নায়িকার বয়স যদি হয় পঁচিশ তাহলে আমিও পঁচিশ বছরে চলে যাই। আবার কখনও মনে হয় চরিত্রগুলোর সঙ্গে তাল মিলাতে পারছি না। তারা আমার কথা শুনছে না। কলম থেমে থাকে। আমার বয়স তখন চলে যায় একশ বছরের ওপারে।

রাবেয়া খাতুনের সঙ্গে যতবারই কথা হয়েছে ততবারই বুঝেছি জীবন অনেক সুন্দর। তবে জীবনকে সাজাতে জানতে হয়। একবার তিনি মুখে মিষ্টি হাসি ছড়িয়ে বলেছিলেন, “আমার ভুবনে যত পথ আছে সবি তোমার কাছে যাবার”। কথাটি সহজ। কিন্তু সহজ কথা যায় কি বলা সহজে?