Ananda ALo
Ultimate magazine theme for WordPress.

রাবেয়া খাতুন সহ ১৪ জন পেলেন স্বাধীনতা পুরস্কার

সুজন হায়দার
আনন্দের খবর! সাহিত্যে ২০১৭ সালের জন্য স্বাধীনতা পুরস্কার পেয়েছেন দেশ বরেণ্য কথাসাহিত্যিক রাবেয়া খাতুন। তাঁর সঙ্গে একই বছরের জন্য একটি প্রতিষ্ঠান সহ আরও ১৩ জন স্বাধীনতা পুরস্কারে ভ‚ষিত হয়েছেন। তাঁদের মধ্যে রয়েছেন বাংলা একাডেমির মহাপরিচালক শামসুজ্জামান খান ও শহীদ ফয়জুর রহমান আহমেদ। শামসুজ্জামান খান গবেষনা ও প্রশিক্ষণ ক্যাটাগরিতে এবং শহীদ ফয়জুর রহমান আহমেদ স্বাধীনতা ও মুক্তিযুদ্ধ ক্যাটাগরিতে এই পুরস্কার পেয়েছেন। পুরস্কার প্রাপ্ত অন্যান্যরা হলেন; স্বাধীনতা ও মুক্তিযুদ্ধ ক্যাটাগরিতে গ্রæপ ক্যাপ্টেন (অব) শামসুল আলম (বীর উত্তম) আশরাফুল আলম, শহীদ মো: নজমুল হক, মরহুম সৈয়দ মহসীন আলী, শহীদ এনএম নাজমুল আহসান, বাংলাদেশ বিমান বাহিনী, চিকিৎসাবিদ্যায় অধ্যাপক ডা. এ এইচ এম তৌহিদুল আনোয়ার চৌধুরী, সাহিত্যে মরহুম গোলাম সামদানী কোরায়শী, সংস্কৃতিতে অধ্যাপক ড. এনামুল হক ও ওস্তাদ বজলুর রহমান বাদল, সমাজসেবায় খলিল কাজী, গবেষণা ও প্রশিক্ষণে অধ্যাপক ড. ললিত মোহন নাথ (প্রয়াত) এবং জনপ্রশাসনে প্রফেসর মোহাম্মদ আসাদুজ্জামান।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ২৩ মার্চ মাসে এক অনুষ্ঠানে গুণী এই ব্যাক্তি বর্গের হাতে এ পুরস্কার তুলে দেবেন।