Ananda ALo
Ultimate magazine theme for WordPress.

ভাইরে! ক্ষুধা সহ্য করতে পারি না!

মোহাম্মদ তারেক

আনন্দ আলো: আপনি কী প্রাণ?

প্রাণ রায়: হ্যাঁ, আমি মানুষের প্রাণ।

আনন্দ আলো: প্রাণ নামের অর্থ কী?

প্রাণ রায়: যা না হলে মানুষ বাঁচে না।

আনন্দ আলো: প্রাণ আর প্রাণের মধ্যে পার্থক্য কী?

প্রাণ রায়: প্রাণের বহু প্রোডাক্ট আছে। কিন্তু আমার কোনো প্রোডাক্ট নাই।

আনন্দ আলো: এত কিছু থাকতে অভিনয় এলেন কেন?

প্রাণ রায়: অভিনয় ছাড়া আর কিছু জানি না তাই।

আনন্দ আলো: জীবনের মোড় ঘুরিয়ে দেয় যে কাজটি?

প্রাণ রায়: সালাউদ্দিন লাভলুর রঙের মানুষ নাটকে দুবলো চরিত্রটি আমার অভিনয় জীবনের মোড় ঘুরিয়ে দেয়।

আনন্দ আলো: শোবিজে নাটকের সঙ্গে ফাটক বলে একটি কথা চালু আছে। এই ফাটক মানে আসলে কী?

প্রাণ রায়: যাহা নাটক তাহাই নাটক, নাটক বাদে সবই ফাটক।

আনন্দ আলো: একদিন হঠাৎ দেখলেন আপনি ছেলে থেকে মেয়ে হয়ে গেলেন। তখন কী করবেন?

প্রাণ রায়: তখন ছেলেদের সঙ্গে টাংকি মারবো।

আনন্দ আলো: একদিন সকালে ঘুম থেকে জেগে দেখলেন নন্দিত কথা সাহিত্যিক হুমায়ূন আহমেদ আপনার বাসার ড্রয়িংরুমে দাঁড়িয়ে আছেন। এই সময় কী করবেন?

প্রাণ রায়: স্যার, প্লিজ বসেন। আমি একটু বাজারে যাই আপনার জন্য ডিমওলা শিং মাছ কিনে আনি।

আনন্দ আলো: আপনার পাঁচটি ভালো গুণের কথা বলুন?

pran-ray-1প্রাণ রায়: আমি ভালো অভিনয় করতে পারি। অভিনয়ের সময় আর্টিষ্টকে আটকে রাখি না। যে কেউ ফোন দিলে ফোন ধরি। মানুষের সঙ্গে খারাপ ব্যবহার করি না। আমি স্ত্রীকে প্রচণ্ড ভালোবাসি।

আনন্দ আলো: আপনার পাঁচটি খারাপ গুণের কথা বলুন?

প্রাণ রায়: আমি মানুষকে অল্পতেই বিশ্বাস করি। মিথ্যা কথা বলতে পারি না। ভাইরে ক্ষুধা সহ্য করতে পারি না। টাকার হিসাব রাখতে পারি না। প্লেন চালাতে পারি না।

আনন্দ আলো: ধরা যাক কোনো গ্রামে আপনি শুটিং করতে গেলেন। ক্যামেরা, লাইট, অ্যাকশন বলার সঙ্গে আপনার সামনে একটি রয়েল বেঙ্গল টাইগার হাজির হয়ে গেল, তখন আপনি কী করবেন?

প্রাণ রায়: স্ক্রিপ্টে যে ডায়লগ থাকবে সেটাই দেব। কারণ তখন তো মনেই হবে বাঘ বোধহয় ক্যারেক্টার।

আনন্দ আলো: বেশির ভাগ নাটকে আপনাকে কমেডি চরিত্রে দেখা যায় কেন?

প্রাণ রায়: হাসতে পছন্দ করি তাই হাসাতেও পছন্দ করি।

আনন্দ আলো: কৌতুক আর যৌতুকের মধ্যে পার্থক্য কী?

প্রাণ রায়: যৌতুক কাঁদায় কৌতুক হাসায়।

আনন্দ আলো: ঢাকা শহর আছে খোলা শহর নেই কেন?

প্রাণ রায়: যে খুলবে সে এখনো আবিষ্কার হয়নি।

আনন্দ আলো: মিডিয়ায় যে বিষয়টি ভালো লাগে না।

প্রাণ রায়: মানুষের ব্যক্তিগত বলে কিছু থাকে না।

আনন্দ আলো: অভিনয় ছাড়া আর যা ভালো করতে পারেন?

প্রাণ রায়: অভিনয় ছাড়া আমি ভালো রান্না করতে পারি।

আনন্দ আলো: সকালে উঠিয়া আমি মনে মনে বলি সারাদিন আমি যেন ভালো হয়ে চলি। সকালে উঠিয়া আপনি কি বলেন?

প্রাণ রায়: সকালে উঠে আমি বলি এই দিনটা যেন শেষ দিন না হয়।

আনন্দ আলো: সালাউদ্দিন লাভলুর ‘রঙের মানুষ’ ধারাবাহিক নাটকে দুবলোর চরিত্রে অভিনয় করেন। বাস্তবে দুবলো হয়ে গেলে কী করবেন?

প্রাণ রায়: বাস্তবে দুবলো হয়ে গেলে খুবই ভালোই হত। কারণ দুবলো কোনো চিন্তা-ভাবনা নেই। সারাদিন হাসি।

আনন্দ আলো: সময় ও নদীর স্রোত কারো জন্য অপেক্ষা করে না কেন?

প্রাণ রায়: ওদের ব্রেক নেই বলে।

আনন্দ আলো: লটারীতে এককোটি টাকা পেলেন। তখন কী করবেন?

প্রাণ রায়: কিছুক্ষণ জ্ঞান হারিয়ে ফেলবো।