Ananda ALo
Ultimate magazine theme for WordPress.

বই কেনার ধুম পরেছে!

সুবর্ন হক
বইমেলায় বইকেনার ধুম পড়েছে। একুশে ফেব্রæয়ারি বইমেলায় জনসমুদ্র দেখে অনেকে ধারনা করেছিলেন মাতৃভাষা দিবসের আবেগের কারনে হয়তো এতো মানুষ এসেছিল মেলায়। বাকি কয়েকটা দিন হয়তো ঢিলে ঢালা ভাবে কাটবে বইমেলার সময়। কিন্তু সবার ধারনা ভুল। গতকালও বইমেলার উভয় অংশে বিপুল সংখ্যক ক্রেতা-দর্শকের সমাগম ঘটে। মেলা ঘুরে দেখার চেয়ে বইকেনার প্রতিই ছিল সবার আগ্রহ । প্রায় প্রতিটি স্টলে দর্শনার্থীরা ভীড় করে বই কিনেছেন। একটি বড় প্রকাশনা প্রতিষ্ঠানের একজন বিক্রয় প্রতিনিধি বললেন, এবার শুরু থেকেই বইমেলায় বইয়ের বিক্রি আশা ব্যঞ্জক ছিল। এর একটিই কারণ বইমেলার পরিবেশ। বইমেলা এবার নান্দনিক পরিবেশ পেয়েছে। হাটতে হাটতেই অতি সহজে বইয়ের স্টলের চারপাশ দেখে নেওয়া যায়। বিগত বছর গুলোতে অধিকাংশ বইয়ের স্টলের মুখ ছিল একদিকে খোলা। ফলে অনেকের ইচ্ছে থাকা সত্বেও স্টলের কাছাকাছি গিয়ে বই পছন্দ করা সহজ হতো না। এবার প্রায় প্রতিটি স্টলের চারপাশ খোলা থাকায় দর্শনার্থীরা সহজে বইয়ের কাছে যেতে পারছেন, দেখে শুনে বই কিনছেন। লালবাগ থেকে আসিফ সর্দার নামে একজন ব্যবসায়ী গতকাল বইমেলায় এসেছিলেন। তার মন্তব্য- ‘বলতে গেলে বাড়ির কাছেই বইমেলা হয়। কিন্তু আসার সুযোগ পাই না। এবার টেলিভিশনে মেলার সুন্দর পরিবেশ দেখে আর থাকতে পারলাম না। বইমেলায় এসে খুউব ভালো লাগছে। তিনি বলেন, বাকি কয়েকটা দিন মেলায় আসব। বইকেনার একটা বাজেট করেছি। বই পছন্দ হলে বাজেট বেড়েও যেতে পারে।