Ananda ALo
Ultimate magazine theme for WordPress.

বইমেলা আমাদের চেতনার বাতিঘর

ওবায়দুল কাদের, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী

গতকাল বইমেলায় এসেছিলেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ও আওয়ামী লীগের সাধারন সম্পাদক ওবায়দুল কাদের। বইমেলায় সোহরাওয়ার্দী উদ্যান অংশে ড. আবদুস সোবহান গোলাপ এর বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার দর্শন ‘ডিজিটাল বাংলাদেশ অ্যান্ড সোশ্যাল চেঞ্জেস’ বইটির মোড়ক উন্মোচন করেন তিনি। বইমেলা সর্ম্পকে তিনি বলেন, এবারের বইমেলা অত্যন্ত সুশৃঙ্খল ও শান্ত পরিবেশে অনুষ্ঠিত হচ্ছে। পরিস্কার-পরিচ্ছন্ন ধুলাবিহীন বেশ গোছানো। এবারের একুশে বইমেলা আকার আয়তনের পাশাপাশি বিষয় বৈশিষ্ট্যে অন্যবারের চেয়ে একেবারেই আলাদা। বইমেলার পরিবেশ গত নান্দনিকতা বজায় রাখার জন্য প্রয়োজনীয় নিরাপত্তার দিকটিকেও যথেষ্ট গুরুত্ব দেয়া হয়েছে। স্টল বিন্যাসের ক্ষেত্রে খোলামেলা পরিবেশকে প্রাধান্য দেওয়ায় এবার বইমেলায় সবাই স্বাচ্ছন্দ্যে ঘুরতে পারছেন এবং দেখে শুনে বই কিনতে পারছেন। আমাদের বাঙালি চেতনার বাতিঘর হলো একুশের বইমেলা। আমরা সবাই এই বইমেলার অপেক্ষায় থাকি। বইমেলা শুরু হলে নিজের মধ্যে তাগিদ অনুভব করি কখন যাবো মেলায়। কখন নতুন বইয়ের পাতা উল্টিয়ে দেখবো। সৃজনশীল ও সাহিত্যপ্রেমী মানুষের এই বইমেলা দিন দিন বড় হচ্ছে, অসংখ্য বই প্রকাশ হচ্ছে এটা আনন্দের খবর। তবে বইয়ের মান এবং বাংলা ভাষার শুদ্ধ উচ্চারনের প্রতি সবার নজর দেয়া প্রয়োজন। অভিনন্দন জানাই লেখক পাঠক এবং সৃজনশীল বইয়ের সকল প্রকাশককে।

সম্পর্কিত

এ কেমন মুখের ভাষা

মেলা থেকে বলছি…

যাঁরা একুশে পদক পেলেন