Ananda ALo
Ultimate magazine theme for WordPress.

নারীদের সকল কাজে উৎসাহ দেয়া প্রয়োজন : গীতালি হাসান, সাহিত্যিক ও চলচ্চিত্র পরিচালক

GITALI-HASAN-(2)বইমেলা আমাদের সবার কাছে প্রাণের উৎসবে পরিণত হয়েছে। এটাকে সার্বজনিন একটি মেলাও বলা চলে। সব ধর্ম বর্ণের মানুষ এ মেলায় আসেন। বাংলা একাডেমির এই মেলার সঙ্গে কোনো মেলার তুলনা হয়না। এবারের মেলায় আমার একটি ভ্রমন বিষয়ক বই প্রকাশ হয়েছে নাম ‘সাগরে পাহাড়ে’। প্রকাশ করেছে অনন্যা। কিছুদিন আগে আমি সাগর পরিবেষ্টিত দেশ মরিশাস গিয়েছিলাম। সে দেশের প্রাকৃতিক সৌন্দর্যের বর্ণনা আছে বইটিতে। পাহাড় ঘেরা দেশ ভ‚টান গিয়েছিলাম সেখান প্রাকৃতিক সৌন্দর্য্যও বইটিতে স্থান পেয়েছে। এখানে আরো একটি কথা বলতে চাই, সেটি হলো নারীরা আজ পুরুষের সমান কাজ করে যাচ্ছে। যেমন লেখালেখি, ব্যবসা বানিজ্য, গণমাধ্যম, তথ্যপ্রযুক্তি সহ নানান ক্ষেত্রে। কিন্তু নারীদের স্বীকৃতি দেয়ার ক্ষেত্রে কিছুটা কার্পন্য করা হচ্ছে। এই বিষয়টি একজন লেখক হিসেবে আমার কাছে বেশ দৃষ্টিকুট লাগে। আমাদের সবার উচিৎ নারীদের সকল ভালো কাজে সহযোগিতা ও উৎসাহ দেয়া।