Ananda ALo
Ultimate magazine theme for WordPress.

নভেম্বরে আন্তর্জাতিক লোক সংগীত উৎসব

প্রথমবারের মতো হতে যাচ্ছে আন্তর্জাতিক লোক সংগীত উৎসব ঢাকা ফেষ্ট ২০১৫।  আগামী ১২ নভেম্বর থেকে শুরু হবে এ উৎসব।  তিনদিন ব্যাপী এ উৎসব অনুষ্ঠিত হবে বেশ বড় আয়োজনে।  সম্প্রতি রাজধানীর এক রেস্টুরেন্টে আয়োজন করা হয় সংবাদ সম্মেলনের।  অনুষ্ঠানে উপস্হিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক আনিসুজ্জামান, মাছরাঙা টেলিভিশন এবং সান ইভেন্টসের ব্যবস্হাপনা পরিচালক অঞ্জন চৌধুরী, মিসরের রাষ্ট্রদূত মাহমুদ ইজ্জাত, স্বনামধন্য লোকসংগীত শিল্পী ফরিদা পারভীন, দৈনিক সমকালের সম্পাদক গোলাম সরওয়ার, আর্টস ইন্টার অ্যাকশনের প্রতিষ্ঠাতা অ্যালান টুইডি এবং সান ইভেন্টসের বিজনেস অ্যাডভাইজার টুটলি রহমান।  লোক সংগীত উৎসব ঢাকা কেষ্ট ২০১৫ এর আয়োজক সান ইভেন্টস ও মাছরাঙা টেলিভিশন।  এ ফোক ফেস্টিভালে অংশগ্রহণ করবেন পরিদা পারভীন, মমতাজ বেগম, বারী সিদ্দিকী, রব ফকির, কিরণ চন্দ্র রায়, চন্দনা মজুমদার, নাশিদ কামাল, শফি ম ল, সদানন্দ সরকার, কাজল দেওয়ান, মিনু বিল্লাহ, লুবনা মরিয়ম, লাবিক কামাল গৌরব ও ম্যাজিক বাউলিয়ানাসহ আরও অনেকে।  অন্যদিকে পাকিস্তান থেকে আবিদা পারভীন, সাঁই জহুর, ভারত থেকে পাপন, ইন্ডিয়ান ওশেন, নুরান সিস্টার্স, রাজস্হান ফোক গ্রুপ, অর্ক মুখাজি পবনদাস বাউল, পার্বতী বাউল, আয়ারল্যান্ড থেকে নিয়াভ নি কারা, চীনের ইউনান আর্টট্রুপ ও মিশর থেকে আরেক্সন্দ্রিয়া ডান্সট্রুপ উৎসবে অংশ নেবে।  ১২ নভেম্বর থেকে ১৪ নভেম্বর প্রতিদিন সন্ধ্যা ৬ টা থেকে রাত ১টা পর্যন্ত ঢাকার আর্মি স্টেডিয়াম এ উৎসব উপভোগ করা যাবে বিনামূল্যে অনলাইনে নিবন্ধনের মাধ্যমে।

এগার অ্যালবামের মোড়ক উম্মোচন

11-album-(1) 11-album-(2)সম্প্রতি রাজধানীর একটি রেস্টুরেন্টে অডিও প্রযোজনা প্রতিষ্ঠান সিডি চয়েসের এগারটি অ্যালবামের মোড়ক উম্মোচন করা হয়।  অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট কণ্ঠ শিল্পী কুমার বিশ্বজিৎ।  এছাড়া আরো উপস্হিত ছিলেন বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল, গীতিকার শহীদুল্লাহ ফরায়েজী, সিডি চয়েসের কর্ণধারা আশিকুল ইসলাম, জহিরুল ইসলাম, সঙ্গীত শিল্পী কাজী শুভ, বেলাল খান, গীতিকার জাহিদ আকবরসহ অনেকে প্রকাশিত অ্যালবামগুলো হলো  সুবীর নন্দীর ‘সুরঞ্জনা’, তেসিফ ফিচারিং ‘ভালোবাসার বায়না’, আরজে রাজুর ‘সুহাসিনী’,  রেজোয়ান ফিচারিং ‘বুকের পাখি’, লুইপার একক অ্যালবাম ‘ছায়াবাজি’, মিক্সড অ্যালবাম ‘সাতজনম’, মিক্সড অ্যালবাম ‘পুরুষ নির্যাতন’, ইলিয়াসের সুরে ‘অনেক কথা আছে’, আশিক বন্ধুর ‘তোকেই ছুঁই’, রাজীব হোসেনের অহেতুক ও আকাশ মাহমুদের একক অ্যালবাম ‘মনের পাড়ায় পাড়ায়’।

কিশোরের স্বপ্ন স্বপ্ন লাগে

Shopno-Shopno-Lage-1দুর্গাপূজায় ঈগল মিউজিকের ব্যানারে বাজারে এসেছে সংগীত শিল্পী কিশোরের পঞ্চম একক অ্যালবাম ‘স্বপ্ন স্বপ্ন লাগে’।  অ্যালবামে গান রয়েছে মোট সাতটি।  বেশিরভাগ গানই রোমান্টিক ধাচের।  এছাড়া রয়েছে একটি আধুনিক ফোক গান।  গানের কথা লিখেছেন শফিক তুহিন, জয় শাহরিয়ার, সোমেশ্বর অলি, রবিউল ইসলাম জীবন, শাহীন কবন্ধ ও মাহমুদ মানজুর।  ‘স্বপ্ন স্বপ্ন লাগে’ অ্যালবামের গানগুলোর সুর ও সংগীত পরিচালনা করেছেন কিশোর নিজেই।  অ্যালবামটি প্রসঙ্গে কিশোর বলেন অনেক সময় নিয়ে কণ্ঠ, সুর ও সংগীত পরিচালনা করেছি।  যাতে করে শ্রোতারা গানগুলো পছন্দ করেন।  আশা করি গানগুলো শ্রোতাদের ভালো লাগবে।  রবির গ্রাহকরা এ অ্যালবামের গানগুলো শুনতে পাবেন রবি রেডিও ৮০৮০৫০ তে ডায়াল করে।

ফুলবানুতে মনির খান

MONER-KHANবর্তমানে স্টেজ শো নিয়ে ব্যস্ত সময় পার করছেন জনপ্রিয় সংগীত শিল্পী মনির খান।  পাশাপাশি বিভিন্ন টিভি চ্যানেলে লাইভ শো, অডিও অ্যালবাম ও প্লেব্যাক নিয়ে চলছে তার ব্যস্ততা।  তারই ধারাবাহিকতায় নতুন একটি ছবিতে প্লেব্যাক করলেন মনির খান।  ছবির নাম ‘ফুলবানু’।  ছবিটি পরিচালনা করছেন হাসিবুল ইসলাম মিজান।  এ ছবিতে অভিনয় করছেন নবাগত জেবা।  তবে নায়ক এখনো চূড়ান্ত হয়নি।  ‘প্রাণের ফুলবানু আমায় আপন করে নাও’ শিরোনামের এ গানটি গেয়েছেন মনির খান।  কথা, সুর ও সংগীত পরিচালনা করেছেন ফিরোজ প্লাবন।  এ গানে কণ্ঠ দেয়া প্রসঙ্গে মনির খান বলেন, অনেক সুন্দর কথা সুরের একটি গান। তাই গাইতে অনেক ভালো লেগেছে।  আশা করছি শ্রোতাদেরও ভালো লাগবে।

চিটাগং ভাইকিংসের থিম সং নিয়ে চার তারকা

আগামী ২২ নভেম্বর শুরু হতে যাচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লীগের (বিপিএল) তৃতীয় আসর।  এই আসরে বর্তমান রানার্স-আপ চিটাগং ভাইকিংসের থিম সং-এ কণ্ঠ দিলেন জনপ্রিয় সংগীত শিল্পী কুমার বিশ্বজিৎ।  গানটির সুর ও সংগীত পরিচালনা করেছেন ইবরার টিপু। ‘উড়াইয়া উড়াইয়া মারো রে, ধুম ধারাক্কা মারোরে, (1127)ঘুরাইয়া ফিরাইয়া ছাড়ো রে, টর্নেডো ছুড়ে মারো রে’ শিরোনামের গানটির কথা লিখেছেন কবির বকুল।  সম্প্রতি ইবরার টিপুর নিজস্ব স্টুডিওতে গানটির রেকর্ডিং সম্পন্ন হয়েছে।  গানটির ভিডিও নির্মাণ করেন জনপ্রিয় অভিনেতা ও নির্মাতা আফজাল হোসেন।  নভেম্বর মাসের শুরু থেকে বিভিন্ন চ্যানেলে গানটির প্রচার শুরু হবে।  কুমার বিশ্বজিৎ বলেন, আমার বাড়ি চিটাগাং, গানটিও করলাম চিটাগাং দলের জন্য।  এটা আমার জন্য বড় পাওয়া।  খুব ভালো একটি গান হয়েছে। ইবরার টিপু বলেন, ক্রিকেটের গান করতে বরাবরই আমার ভালো লাগে।  আমার সুর ও সংগীত এর আগেও ক্রিকেটের কিছু গান শ্রোতারা পছন্দ করেছেন।  আমার বিশ্বাস, এবারও এর ব্যতিক্রম হবে না।  গানটি নিয়ে আমি আশাবাদী।  গীতিকার কবির বকুল বলেন, ক্রিকেটের প্রতি আমার বিশেষ দূর্বলতা ও ভালোবাসা রয়েছে।  এর আগেও আমি ক্রিকেটের গান করেছি।  এবারও করলাম।  আশাকরি গানটি সবার ভালো লাগবে।

গানে আছি গানেই থাকব : লিজা

Lizaক্লোজ আপ ওয়ান চ্যাম্পিয়ন লিজা।  বর্তমানে ব্যস্ত রয়েছেন মিউজিক ভিডিও, প্লে ব্যাক নিয়ে।  পাশাপাশি উপস্হাপনার কাজটাও করছেন নিয়মিত।  এছাড়া দেশ-বিদেশে স্টেজ প্রোগ্রামে ব্যস্ত রয়েছেন।  সাম্প্রতিক সময়ে তার ব্যস্ততার চুম্বক অংশ তুলে ধরা হলো আনন্দ আলোর পাঠকদের জন্য।

আনন্দ আলো: বর্তমানে আপনার ব্যস্ততা কী নিয়ে?

পরিচালনায় ‘নীলিমা’ শিরোনামের নতুন চলচ্চিত্রে একটি গান গাইলাম।  এছাড়া নভেম্বরে শো করতে আমেরিকায় যাবো।  সেখানে একটি অ্যাওয়ার্ড শো আছে।  এছাড়াও বেশ কয়েকটি শোতে অংশগ্রহণ করব।

আপনার নতুন গানের কী খবর?

আমার পাগল সুরাইয়া শিরোনামে একটি একক প্রকাশিত হয়েছে।  এখন পর্যন্ত অ্যালবামটি নিয়ে শ্রোতাদের প্রতিক্রিয়া লক্ষ্যণীয়।  এই অ্যালবামের একটি গানের মিউজিক ভিডিও মুক্তি পেয়েছে।  এছাড়া এই অ্যালবামটির আরো দুটি গানের মিউজিক ভিডিওর কাজ করছি।  যার মধ্যে একটির কাজ শেষ, অন্যটির কাজ এখনও চলছে।

আনন্দ আলো: উপস্হাপনা কেমন চলছে?

গাওয়ার পাশাপাশি আমি বৈশাখী টেলিভিশনে মিউজিক ট্রেন শিরোনামের একটি গানের অনুষ্ঠান করছি।  অনুষ্ঠানটি বৈশাখী টেলিভিশনে প্রতি শনিবার রাত আটটায় প্রচারিত হয়।  গান আসলে আমার মনের খোরাক।  আর তাই গান বিষয়ক সব কিছুই করতে ভালো লাগে।

গান নিয়ে আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কী?

আমার সুদূরপ্রসারী চিন্তা ভাবনা আছে।  সারাজীবন গান নিয়েই থাকতে চাই।  এখন যেমন আমার গানের অবস্হান ঠিক রেখে সব কাজ করে যাচ্ছি।  ভবিষ্যতেও আমার চিন্তা ভাবনা আছে গান নিয়েই থাকার।

আনন্দ আলো: লেখাপড়ার কী অবস্হা?

লিজা: সব কিছুর পাশাপাশি আমি সমান তালে লেখাপড়া করে যাচ্ছি।  আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে মার্কেটিং বিভাগে মাস্টার্স করছি।