Ananda ALo
Ultimate magazine theme for WordPress.

নজরুল মঞ্চে অসাধারণ একটি দৃশ্য

ওরা হাতের স্পর্শে বই পড়ে। বড় বড় বই হর হর করে পড়ে ফেলে। পড়তে পড়তে দাড়ি, কমা, সেমিক্লনও বলে দিচ্ছে হরহর করে। একুশ নিয়ে একটি গানও পরিবেশন করল ওরা সমবেত কণ্ঠে। অথচ ওরা চোখে দেখতে পায়না। শুধু মনের চোখ দিয়ে অনুভব করে। ওরা দৃষ্টি প্রতিবন্ধী।  গতকাল বইমেলায় দৃষ্টি প্রতিবন্ধীদের বইয়ের প্রকাশক স্পর্শ ব্রেইল প্রকাশনা প্রতিষ্ঠান নতুন ৬টি ব্রেইল বই ও ২টি বইয়ের সিডির মোড়ক উম্মোচন করে বাংলা একাডেমির নজরুল মঞ্চে। এর মধ্যে আছে সৈয়দ শামসুল হকের বঙ্গবন্ধুর ‘বীরগাঁথা’, মুস্তফা জব্বারের ‘বিজয় পতাকা’, লুৎফর রহমান রিটনের লিলি ‘পুঠের ছোটভাই’, নাজিয়া জাবীনের ‘কনি বনি মনি’, নারীপক্ষ প্রতিষ্টানের কিশোর কিশোরীদের স্বাস্থ্যতথ্য, আমাদের প্রিয়নবী, আফরোজা অদিতির ‘ইচ্ছার ডানা এবং আইরিন সুলতানার’ ৭১ দেখব বলে ও ইমপ্রেস অডিও ভিশন লি: এর ছড়ার অডিও বই। মোড়ক উম্মোচন করেন সংস্কৃতিসচিব আকতারী মমতাজ, বাংলা একাডেমির মহাপরিচালক শামসুজ্জামান খান, বেঙ্গল ফাউন্ডেশনের মহাপরিচালক লুভা নাহিদ চৌধুরী, এয়ারটেলের সিএসও রুবাবা দৌলা, স্থপতি ইকবাল হাবিব, ব্র্যাক ইউনিভার্সিটির ভাইস চ্যান্সের সৈয়দ সাদ আন্দালীব, বাংলা একাডেমির পরিচালক শাহিদা খাতুন এবং ঢাকার বেশ কয়েকটি ব্রেইল শিক্ষাদান প্রতিষ্ঠানের শিক্ষক ও ছাত্র ছাত্রীরা। পরে দৃষ্টি প্রতিবন্ধী পাঠকদের হাতে বিনামূল্যে ব্রেইল বই তুলে দেয়া হয়।