Ananda ALo
Ultimate magazine theme for WordPress.

তোমাকে তো হাত দিতে বলি নাই

আমাদের টেলিভিশনে প্রতিদিন অনেক নাটক প্রচারিত হয়। নাটকের কাহিনী না টানলেও নাটকে আপত্তিকর ভাষা ও কুরুচিপূর্ণ ইঙ্গিতের প্রতি অনেকে আকৃষ্ট হচ্ছেন। এরকম একটি নাটকে দু’জন তরুণ অভিনেতাÑ অভিনেত্রীকে অভিনয় করতে দেখা গেল। প্রেম করে তারা। সুযোগ পেয়ে ছেলেটি মেয়েটিকে চুমু খাবে। সে চুমু খেলো। মেয়েটি তাকে ধাক্কা দিয়ে সরিয়ে দিয়ে অবজ্ঞার সুরে বললÑ

মেয়ে: এইভাবে কেউ চুমু খায়?

ছেলে: (বিব্রত) কি ভাবে খাব? ছেলেটি আবার চুমু খাবার জন্য এগিয়ে যায় এবং মেয়েটিকে জড়িয়ে ধরে। মেয়েটি আবার ছেলেটিকে ধাক্কা দিয়ে সরিয়ে দিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করে।

মেয়ে: তোমাকে কিস করতে বলেছি… হাত দিচ্ছ কেন? চওড়ায়া সব দাঁত ফালাইয়া দিব। যদি আর একবার হাত দাও… ছেলেটি আবার মেয়েটিকে চুমু খাওয়ার জন্য এগিয়ে যায়।

প্রশ্ন উঠেছে নাটকের বিষয়বস্তু নিয়ে। তোমাকে চুমু খেতে বলেছি… হাত দিচ্ছ কেন? এরকম কুরুচিপূর্ণ সংলাপ নাটকের শৈল্পিক মান কতটা বাড়ায় এমন প্রশ্ন তুলেছেন অনেকে। উল্লেখ্য, নাটকটিতে তৌসিফ ও স্পর্শিয়া অভিনয় করেছেন।