Ananda ALo
Ultimate magazine theme for WordPress.

ঈদ বিনোদনে টিভি আয়োজন: বাংলাভিশন

ভিন্ন সব আয়োজন নিয়ে ঈদে সাত দিনব্যাপী বিশেষ অনুষ্ঠানমালা প্রচার করবে স্যাটেলাইট টিভি চ্যানেল বাংলাভিশন।  নাটক, টেলিফিল্ম, চলচ্চিত্রসহ বেশকিছু বিশেষ অনুষ্ঠান নিয়ে সাজানো হয়েছে ঈদ অনুষ্ঠান। 

সিকান্দার বক্সের শেষ কিস্তি

পাঁচ বছর ধরে নাটকের জনপ্রিয় চরিত্র ‘সিকান্দার বক্স’।  সাগর জাহানের রচনা ও পরিচালনায় ‘সিকান্দর বক্স’ সিরিজের নাটকগুলো ছিলো সবার মুখে মুখে।  সিকান্দর বক্স ভক্তদের জন্য এবার খারাপ খবর হলো এবার ঈদেই শেষ হয়ে যাচ্ছে এই নাটকের সিরিজ।  নির্মাতা সাগর জাহান জানিয়েছেন, কোরবানী ঈদে ৮ নম্বর কিস্তিতে গিয়ে শেষ হবে নাটকটি।  যেটির নাম রাখা হয়েছে ‘সিকান্দার বক্স এখন নিজ গ্রামে’।  নাটকটির এবারের পর্বে বিশেষ চমক হিসেবে রয়েছে নাট্যপরিচালক সালাহউদ্দিন লাভলু ও চিত্রনাট্যকার মাসুম রেজা- এ দুই বন্ধু এতে অভিনয় করেছেন।  একটি বিশেষ চরিত্রে ইরেশ যাকেরেরও উপস্হিতি রয়েছে।

সন্তান

shontanসন্তান যে একজন বাবা-মায়ের কাছে সবচেয়ে প্রিয় এবং পৃথিবীর শ্রেষ্ঠ জিনিস সেটাই ফুটিয়ে তোলা হয়েছে সন্তান সন্তান নাটকে।  যেকোনো কিছুর বিনিময়ে সন্তানের ভাগ কাউকে যে দেয়া যায় না সেটাও তুলে ধরা হয়েছে নাটকটিতে।  বৃন্দাবন দাসের রচনায় এটি পরিচালনা করেছেন সাঈদুর রহমান রাসেল।  এতে অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী, শাহনাজ খুশী, বৃন্দাবন দাস প্রমুখ।

বোকা খোকা

অভিনেতা মোশাররফ করিমের চা, পান, ঝাল এমন কি ঘুষের প্রতি দূর্বলতার কথা সবারই জানা।  এবার ঈদে ‘বোকা খোকা’ নাটকে তার রসগোল­া প্রীতির কথা জানা যাবে।  নাটকের গল্পে দেখা যাবে, গ্রামের সহজ সরল ছেলে খোকা, যে কারণে সবাই তাকে ‘বোকা খোকা’ বলেই ডাকে।  সে রসগোল­া খেতে খুব পছন্দ করে।  রসগোল­া খাওয়ার কথা বলে যেকোনো কাজ করানো যায় খোকাকে দিয়ে।  অন্যদিকে ফটিক নামে এক ছেলে যার মাথায় সব সময় দুষ্টবুদ্ধি কাজ করে।  সে খোকাকে রসগোলহ্মা খাওয়ানোর প্রলোভন দেখিয়ে একই গ্রামের সুন্দরী মেয়ে জবার কাছে একটা ঠিঠি দিতে বলে।  এমনই গল্প নিয়ে নির্মিত হয়েছে নাটক বোকা খোকা।  শামীম জামানের রচনা ও পরিচালনায় এতে মোশাররফ করিম ছাড়াও আরো অভিনয় করেছেন শামীম জামান, প্রভা, মাহমুদুল ইসলাম মিঠুসহ আরো অনেকে।  ঈদের পঞ্চম দিন রাত ৯.২০ মিনিটে প্রচার হবে নাটকটি।

গুলবাহার

gulbaharমাঝি নিশো।  তার প্রেম হয় গুলবাহারের সঙ্গে।  দু’জন দুই ধর্মের মানুষ।  গ্রামের মধ্যে তাদের সম্পর্কের কথা জানাজানি হওয়ার পর ঘটতে থাকে একের পর এক ঘটনা।  এমনি গল্পের টেলিফিল্ম গুলবাহার।  সুমন আনোয়ারের রচনা ও পরিচালনায় এতে আফরান নিশো ছাড়াও অভিনয় করেছেন নুসরাত ইমরোজ তিশা, ইরেশ যাকের, মামুনুর রশীদ, ফজলুর রহমান বাবু, শিল্পী সরকার অপু, ইশরাত নিশো প্রমুখ।  এবারের ঈদে বাংলাভিশনে প্রচার হবে এটি।

রেইনবো

তারা তিন নারী।  পুর“ষ ছাড়াই চলতে পারেন।  আছে স্বাধীনতা, প্রবল আত্মবিশ্বাস আর পুর“ষ শাসিত সমাজের আধিপত্য থেকে মুক্তি।  তবে কোন সমকামিতা নেই তাদের মধ্যে।  নিজেদের মতো করে জীবনটা গুছিয়ে নিয়েছেন তারা।  এভাবেই চলছে এ তিন নারীর জীবন।  তারা আর কেউ নন।  টিভি নাটকের তিন প্রিয়মুখ রিচি সোলায়মান, জিনাত শানু স্বাগতা ও সাদিয়া জাহান প্রভা।  এটা তাদের বাস্তব জীবনের গল্প নয়।  রেইনবো টেলিছবিতে তাদেরকে এমন চরিত্রে দেখা যাবে।  টেলিছবিটি নির্মাণ করেছেন মাহমুদ দিদার।  ঈদে টেলিছবিটি বাংলাভিশনে প্রচার হবে।