Ananda ALo
Ultimate magazine theme for WordPress.

ঈদ বিনোদনে টিভি আয়োজন: দেশটিভি

সাত দিনব্যাপী বিশেষ অনুষ্ঠানমালার আয়োজন করেছে দেশটিভি।  রয়েছে নাটক, টেলিফিল্ম, চলচ্চিত্র, ম্যাগাজিন অনুষ্ঠান এবং লাইভ মিউজিক্যাল শো।  আছে বিশেষ ঈদ ধারাবাহিক নাটকও। 

মায়া

হাসিফ খুব লাজুক, নম্র-ভদ্র একটি ছেলে।  মানে এতই বোকা যে কিনা বউয়ের কথায় উঠে আর বসে।  হাসিফ ও তার বউ ছোট একটি ফ্ল্যাটে উঠেছে।  সকালে বউকে নাস্তা বানিয়ে খাওয়ানো থেকে শুর“ করে ঘর মুছা, ঘর ঝাড়ু দেয়া, কাপড় ধোয়া, সাংসারিক সব কাজ সে করে।  এমনি গল্প নিয়ে নির্মিত হয়েছে নাটক মায়া।  কাজল আরেফিন অমির রচনা ও পরিচালনায় এতে অভিনয় করেছেন নাঈম, শবনম ফারিয়া, তাসনুভা এলভিন প্রমুখ।  এটি প্রচার হবে দেশ টিভিতে ঈদেও সপ্তম দিন রাত ৭.৪৫ মিনিটে।

বাবা মাস্তান

ময়মনসিংহ থানা সদরের অদূরে মালো পাড়া গ্রাম।  এলাকার যেকোন বিষয়ে তার ¶মতার দাপট সবারই জানা আছে।  তাকে এলাকার সবাই বোবা মাস্তান নামে সম্বোধন করে।  কারন তার সামনে কেউ কোন কথা না বলে বোবার মত দাঁড়িয়ে থাকে।   সে কারো ¶তি করে না।  তার চাওয়া শুধু মাত্র একটাই যে তার মুখের উপর কেউ কোনো কথা না বলে।  এমনি গল্প নিয়ে নির্মিত হয়েছে নাটক বোবা মাস্তান।  আর বি প্রীতমের রচনা ও পরিচালনায় এতে অভিনয় করেছেন সাজু খাদেম, মৌসুমী হামিদ প্রমুখ।  এটি প্রচার হবে ঈদে দেশটিভিতে।

সেরাম বাটপার

MIR-SABBER-(19)---Copyবগুড়ার সোনাতলা উপজেলার চুকাইনগরের তেকানী গ্রামের ফেকু স্কুলজীবন থেকেই তার কু-প্রতিভার স্বা¶র রাখতে শুর“ করেছিল! হেন বাঁদরামি নেই, যা সে ছোটবেলায় করেনি।  পরী¶ার ফিস দিতে হবে বলে মানুষের কাছ থেকে হাত পেতে টাকা তুলে সে টাকায় ভিডিও গেম খেলতো ফেকু।  প্রধান শি¶কের নাম ভাঙিয়ে ফাঁকিবাজ ছাত্রদের ব­্যাকমেইল করতেও ছাড়তো না।  এমনি গল্পের নাটক সেরাম বাটপার।  ফরহাদ লিমনের রচনায় নাটকটি পরিচালনা করেছেন শেখ সেলিম।  অভিনয় করেছেন শখ, মীর সাব্বির, ফার“ক আহমেদ, শর্মিলী আহমেদ প্রমুখ।  প্রচার হবে ঈদের দ্বিতীয় দিন রাত ৭.৪৫ মিনিটে।

 

 

সোনায় সোহাগা

তামিম ছোটবেলায় তার বড় বোনের হাতে একটা কানের নিচে চড় খেয়ে অনেক বছর ধরে কানে শুনে না।  এখন তাকে কানে শুনতে হয় মেশিন দিয়ে।  অন্য দিকে খুব সুন্দর শান্তা কোনো এলাকায় দুই মাসও থাকেতে পারেনা।  এইবার শান্তা বাসা ভাড়া নেয় তামিমদের পাশের ফ্ল্যাটে।  ঘটে বিপত্তি।  এমনি গল্পের নাটক সোনায় সোহাগা।  ইউসুফ আলী খোকনের রচনা ও র“মান র“নির পরিচালনায় নাটকটিতে অভিনয় করেছেন সজল, মেহজাবিন, ডা: এজাজ প্রমুখ।  প্রচার হবে ঈদের দিন রাত ৭.৪৫ মিনিটে।

ধারাবাহিক নাটক মি. ৪২০

MISU-SABBIR-(19)খাইর“ল ভাইকে হঠাৎ করেই আঙ্কেল বলে ডাকা শুর“ করে অর্নব, তার অবশ্য একটা বিশেষ কারন রয়েছে।  র“হিনা খাইর“ল সাহেবের মেয়ে ব্যাপারটা জানার পর থেকেই খাইর“লের প্রতি অর্নবের শ্রদ্ধা, প্রেম, ভক্তি অতিমাত্রায় বেড়ে যায়।  অর্নব, রবি, কিসলু ও পল­ব বদর“ল সাহেবের ৬ষ্ঠ তলায় ব্যচেলার ভাড়া থাকে।  এই চার ব্যাচেলর নিয়েই দেশটিভির ঈদ ধারাবাহিক নাটক মি.৪২০।  সুমন্ত আসলামের রচনায় এটি পরিচালনা করেছেন ইমরাউল রাফাত।  অভিনয় করেছেন বাপ্পা মজুমদার, সাজু খাদেম, মিশু সাব্বির, মেহজাবিন, কচি খন্দকার, মনিরা মিঠু, আবদুল­াহ রানা, সুদিপ, জয়নাল, শেহজাদ।  প্রচার হবে ঈদের দিন থেকে সপ্তম দিন পর্যন্ত প্রতিদিন রাত ৯টায়।