Ananda ALo
Ultimate magazine theme for WordPress.

ঈদ বিনোদনে টিভি আয়োজন:চ্যানেল আই

এ বছর ঈদুল আজহার সঙ্গে উদযাপিত হবে বাংলাদেশের প্রথম ডিজিটাল স্যাটেলাইট চ্যানেল ‘চ্যানেল আই’য়ের জন্মদিন।  এ জন্য ঈদ উৎসবের সঙ্গে থাকছে জন্মদিনের উৎসবও।  ঈদ ও জন্মদিন এই দুই উৎসবকে একত্রে করে চ্যানেল আইয়ের পর্দায় আয়োজন করা হয়েছে ৯ দিনের আনন্দ উৎসব।  থাকছে বিশিষ্ট কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদ ও রাবেয়া খাতুনের নাটকের পাশাপাশি ভিন্নধমর্ী গল্পের নাটক- টেলিফিল্ম।  আরো রয়েছে সুদূর আফ্রিকার উগান্ডায় ধারণকৃত শাইখ সিরাজের কৃষকের ঈদ আনন্দ অনুষ্ঠানসহ ফরিদুর রেজা সাগরের ছোটকাকু সিরিজের নতুন গল্পের আট পর্বের ধারাবাহিক নাটক।  আরো রয়েছে হলিউডের ছবিসহ ছয়টি নতুন ছবির ওয়ার্ল্ড টিভি প্রিমিয়ার।   

ছোটকাকু এবার দিনদুপুরে দিনাজপুরে

বিশিষ্ট শিশুসাহিত্যিক ফরিদুর রেজা সাগরের জনপ্রিয় কিশোর উপন্যাস ছোটকাকু সিরিজের এবারের গল্প দিনদুপুরে দিনাজপুরে।  আট পর্বের এই ধারাবাহিক নাটকটি চিত্রনাট্য ও পরিচালনা করেছেন বিশিষ্ট নির্মাতা আফজাল হোসেন।  এবারের গল্প ‘দিনদুপুরে দিনাজপুর’-এ দেখা যাবে অফিসারদের একজন গলার স্বর নিচুতে নামিয়ে বললেন, বাস ছিনতাই হয়েছে! ছোটকাকু এমনই অনুমান করেছিলেন।  শান্তস্বরে বললেন, বগুড়া থেকে যে বাসটি আসছিল সেটি?… মোবাইল নেটওয়ার্ক বন্ধের আগে বাস থেকে নামা এক ভদ্রমহিলা জানিয়েছে চারজন ছিনতাইকারী খুব সম্ভব বাসটা ছিনতাই করেছে।  মুখে দাঁড়িওয়ালা একজনকে নিয়ে তারা খুব ব্যস্ত।  সামনের বাংলো থেকে কেউ একজন হাত নাড়ছে।  একই সঙ্গে ছোটকাকুর মুখে চিন্তার ছাপ।  সবাইকে বাদ দিয়ে ছিনতাইকারীরা শরীফ সিঙ্গাপুরীকে ডাকছে।  ভয়ার্ত শরীফ সিঙ্গাপুরী কোনো কথা না বলে ছোটকাকুর পাশে এসে দাঁড়ায়…।  ঘটতে থাকে একের পর লোমহর্ষক ঘটনা।  নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন আফজাল হোসেন, অর্ষা, সীমান্ত, প্রবাল, মুনিয়া ইসলাম, হিন্দোল, এ কে আজাদ সেতু, নিয়াজ মোরশেদ প্রমুখ।  প্রচার হবে ঈদের আগের দিন থেকে ঈদের সপ্তম দিন পর্যন্ত প্রতিদিন সন্ধ্যা ৬.১০ মিনিটে।

হুমায়ূন আহমেদের ভালোবাসার গল্প

Humayun-AHmedঈদের টিভি আয়োজন মানেই নির্মাণের মহান কারিগর হুমায়ূন আহমেদের নাটক।  প্রতি বছরের মতো এবার ঈদেও চ্যানেল আইতে থাকছে হুমায়ূন আহমেদের নাটক।  চ্যানেল আই’র দর্শকদের জন্য এবারের ঈদুল আজহার দিন রাত ৭.৫০ মিনিটে প্রচার হবে হুমায়ূন আহমেদের নাটক ‘ভালোবাসার গল্প’।  মার“ফ রেহমানের নাট্যরূপে নাটকটি পরিচালনা করেছেন মেহের আফরোজ শাওন।  অভিনয় করেছেন সজল, শবনম ফারিয়া, স্বাধীন খসর“, জয়িতা, ঝুনা চৌধুরী, নওমিতা, ডা. এজাজ, মতিউল আলম প্রমুখ।

কৃষকের ঈদ আনন্দ এবার পূর্ব আফ্রিকার উগান্ডায়

krishoker-eid-ananda#C02D94ঈদের জনপ্রিয় অনুষ্ঠান চ্যানেল আই এর ‘কৃষকের ঈদ আনন্দ’ এই প্রথমবারের মতো ধারণ করা হলো দেশের বাইরে।  বিচিত্র মানুষ, বিচিত্র জীবনধারাকে গুর“ত্ব দিয়ে পূর্ব আফ্রিকার নাতিশীতোষ্ণ জলবায়ুর দেশ উগান্ডার কৃষক-কৃষানীরা অংশ নিয়েছেন কয়েকটি মজার প্রতিযোগিতায়।  কৃষি উন্নয়ন ও গণমাধ্যম ব্যক্তিত্ব শাইখ সিরাজ চলমান বিশ্ব বাস্তবতায় কৃষি ও পুষ্টির বর্তমান পরিস্হিতিকে গুর“ত্ব দিয়ে উগান্ডার দ¶িণ-পশ্চিমাঞ্চলে এম বারারা জেলার কাবোহে নামক এলাকার একটি মাঠে করেন এই আয়োজন।  এ উপল¶ে সেখানে উপস্হিত হন এলাকার বহু সংখ্যক কৃষক-কৃষাণী।  তারা অংশ নেন বালিশ লড়াই, কমলা শাসযুক্ত মিষ্টি আলুর গুড়া থেকে আয়রন বিন খোঁজা, মা ও ছেলের আয়রন বিন দৌড় ও তৈলাক্ত কলাগাছে ওঠা।  উলে­খ্য, উগান্ডাবাসীর প্রধান খাদ্য কলা, বিন ও মিষ্টি আলু।  বর্তমানে সেখানে বায়োফর্টিফিকেশনের মাধ্যমে বিনকে আয়রন সমৃদ্ধ করা হয়েছে।  সেগুলোর জনপ্রিয়তাও বেশ।  একইভাবে কমলা শ্বাসযুক্ত মিষ্টি আলু চাষ ও খাদ্য হিসেবে ব্যবহারে কৃষককে উদ্বুদ্ধ করা হচ্ছে।  ওই বর্ণাঢ্য আয়োজনে উপস্হিত ছিলেন স্হানীয় প্রভাবশালী জনপ্রতিনিধি থেকে শুর“ করে কৃষি সংশি­ষ্ট প্রতিষ্ঠানের কর্মকর্তা পর্যন্ত।  অনুষ্ঠানে উপস্হিত হয়ে তারা জানিয়েছেন, কৃষি প্রযুক্তি সম্প্রসারণ ও কৃষককে উৎসাহিত করতে ‘কৃষকের ঈদ আনন্দ’এর মতো আয়োজন সত্যিই অনবদ্য।  তারা এই আয়োজন তাদের কৃষি আবাদি এলাকাগুলোতে বিশেষ দিনে চালু করার কথাও জানান।  কৃষকের ঈদ আনন্দ উপল¶ে উগান্ডার প্রত্যন্ত এলাকার এক কৃষি ক্লাবের কৃষক পরিবারের তর“ণী সদস্যরা বাংলা গানের সঙ্গে নৃত্য পরিবেশন করে।  এদিকে কৃষকের ঈদ আনন্দ অনুষ্ঠানে এবার উগান্ডার বিভিন্ন এলাকা থেকে তুলে আনা হয়েছে বিচিত্র ও চিত্তাকর্ষক তথ্যচিত্র।  কৃষকের ঈদ আনন্দের আরেকটি অংশের আয়োজন হয়েছে ঢাকার ঐতিহ্যবাহী নবাবগঞ্জ উপজেলার চুরাইন মাঠে।  ঢাকার নিকটতম কৃষি নির্ভর জনপদ নবাবগঞ্জ।  কৃষি ও প্রাণ বৈচিত্রের বিশাল ভান্ডার রয়েছে সেখানে।  সে সঙ্গে রয়েছে ঐতিহাসিক অনেক স্মৃতি ও প্রসিদ্ধ স্হান।  ওই এলাকার কৃষকদের নিয়ে এবার আয়োজন করা হয় কৃষকের ঈদ আনন্দের কয়েকটি খেলাধুলা।  এসব খেলাধুলার পাশাপাশি এবারও কৃষকের ঈদ আনন্দের অনন্য আকর্ষণ হিসেবে থাকছে নবাবগঞ্জ ও তার সংলগ্ন মুন্সিগঞ্জ বিক্রমপুর এলাকার ঐতিহাসিক ও অজানা কিছু বিষয় নিয়ে প্রামাণ্য প্রতিবেদন।  কৃষকের ঈদ আনন্দ প্রচার হবে ঈদের দ্বিতীয় দিন বিকেল ৪.৩০ মিনিটে।

নায়ক জামাই

jamai-nayokচলচ্চিত্রের প্রোডাকশন ম্যানেজার নিজামুদ্দিন লোকজনকে স্বপ্ন দেখায় নায়ক বানানোর।  আর তার বিনিময়ে সে মোটা অংকের টাকা নেয় তাদের কাছ থেকে।  নিজামুদ্দিন গ্রামে আসে কোরবানীর ঈদ করতে।  গ্রামের যুবক টুনাকে সিনেমার নায়ক বানাবে বলে তার কাছ থেকেও টাকা নেয়।  নিজামুদ্দিন অন্য জেলার গ্রামের যুবক ফার“ককে নায়ক বানাবে বলে টাকা নিয়েছিলো।  সেও পিছে পিছে আসে নিজামুদ্দিনের সঙ্গে তার গ্রামে।  ফার“ক টুনাকে বোঝায় সে আসলে একটা চিটার।  সে নিজামুদ্দিনকে খুন করতে চায়।  কিন্তু নিজামের বোন মুনমুনের জন্য তা পারে না।  এমনি গল্প নিয়ে নির্মিত হয়েছে নাটক ‘নায়ক জামাই’।  রবিন খানের গল্প ভাবনায় নাটকটি রচনা করেছেন ফেরারী ফরহাদ।  আর পরিচালনা করেছেন রবিন খান।  অভিনয় করেছেন আমিন খান, তমা মির্জা, মাজনুন মিজান, সীমানা, সিদ্দিক, শবনম পারভীন, ফার“ক আহমেদ প্রমুখ।  প্রচার হবে ঈদের সপ্তম দিন রাত ৭.৫০ মিনিটে।

ছয়টি চলচ্চিত্রের প্রথম ওয়ার্ল্ড টিভি প্রিমিয়ার

film--zero-degree-(4)চ্যানেল আইতে ঈদ অনুষ্ঠানমালায় ছয়টি চলচ্চিত্রের ওয়ার্ল্ড টিভি প্রিমিয়ার করা হবে।  ঈদের দিন দুপুর ২.৩০ মিনিটে প্রচার হবে চলচ্চিত্র প্রার্থনা।  অভিনেতা শাহ্‌রিয়ার নাজিম জয়ের কাহিনী, চিত্রনাট্য ও পরিচালনায় এতে অভিনয় করেছেন শাহ্‌রিয়ার নাজিম জয়, মৌসুমী নাগ, জারা জাকিব, নওশীন, তৌকীর আহমেদ প্রমুখ।  ঈদের দ্বিতীয় দিন সকাল ১০.৩০ মিনিটে প্রচার হবে চলচ্চিত্র ‘জিরো ডিগ্রী’।  অনিমেষ আইচের কাহিনী, সংলাপ, চিত্রনাট্য ও পরিচালনায় এতে অভিনয়ে মাহফুজ আহমেদ, জয়া আহসান, র“হি, ইফতেখার রাজিব, তারিক আনাম খান, টেলি সামাদ, ইরেশ জাকের, মীর রাব্বি প্রমুখ।  নোমান রবিনের কাহিনি, সংলাপ, চিত্রনাট্য ও পরিচালনায় চলচ্চিত্র কমন জেন্ডার প্রচার হবে ঈদের তৃতীয় দিন সকাল ১০.৩০ মিনিটে।  ছবিটিতে অভিনয় করেছেন ডলি জহুর, শহিদুল আলম সাচ্চু, সোহেল খান, হাসান মাসুদ, রোজী সিদ্দিকী, সাজু খাদেম, সালেহ আহমেদ, চিত্রলেখা গুহ, বাপ্পী আশরাফ প্রমুখ।  বাংলায় ডাবকৃত সাড়া জাগানো হলিউড মুভি ‘হোম এলোন’।  গল্প. জন হাগস ও পরিচালনা করেছেন ক্রীস কলমবাস।  অভিনয়ে কুলকিম, জন, ডানিয়েল স্টিন প্রমুখ।  প্রচার হবে ঈদের চতুর্থদিন সকাল ১০.৩০ মিনিটে।  চলচ্চিত্র গাড়ীওয়ালা ওয়ার্ল্ড টিভি প্রিমিয়ার হবে ঈদের পঞ্চম দিন সকাল ১০.৩০ মিনিটে।  কাহিনী, চিত্রনাট্য ও পরিচালনা করেছেন আশরাফ শিশির।  অভিনশিল্পীরা হলেন রাইসুল ইসলাম আসাদ, রোকেয়া প্রাচী, কাব্য প্রমুখ।  শাহাদাৎ হোসেন লিটনের ছবি তোমার কাছে ঋণি প্রচার হবে ঈদের ষষ্ঠ দিন সকাল ১০.৩০ মিনিটে।  ছবিটিতে অভিনয় করেছেন ববিতা, প্রবীর মিত্র, তমা মির্জা, সায়মন প্রমুখ।

চিরদিনের রুনা

TV-5-6ঈদে চ্যানেল আইতে কিংবদন্তি সঙ্গীতশিল্পী র“না লায়লাকে নিয়ে প্রচার করবে ‘চিরদিন র“না’ শিরোনামের অনুষ্ঠান।  উপমহাদেশের বিশিষ্ট এই সঙ্গীতশিল্পীর সঙ্গীত জীবনের ৫০ বছর নিয়ে সাজানো হয়েছে এই অনুষ্ঠানটি।  ‘চিরদিনের র“না’ অনুষ্ঠানটির পরিকল্পনা ও সঞ্চালনায় আছেন এই প্রজন্মের সংগীতশিল্পী কোনাল।  পরিচালনা করেছেন আমীর“ল ইসলাম।  আর পুরো আয়োজনে উপদেষ্টা পরিচালক হিসেবে আছেন নাট্যব্যক্তিত্ব আফজাল হোসেন।  পুরো অনুষ্ঠানটিতে র“না লায়লার সঙ্গীত জীবনের নানান অধ্যায় ফুটিয়ে তোলা হবে।  পাশাপাশি তাকে নিয়ে দেখানো হবে বিশেষ কিছু ভিডিও।

সেরা নির্মাতার ১০ টেলিছবি

ঈদের অনুষ্ঠানমালায় চ্যানেল আই প্রচার করবে জনপ্রিয় সব নির্মাতাদের পরিচালনায় ১০টি টেলিছবি।  ঈদের দিন থেকে ঈদের ষষ্ঠ দিন পর্যন্ত প্রচার হবে এই টেলিছবিগুলো।

ঈদের দিন: দুপুর ১২.০৫ মিনিটে প্রচার হবে টেলিছবি ‘বঙ্গত’।  রাজিব হাসানের রচনা ও পরিচালনায় এতে অভিনয় করেছেন মৌসুমী হামিদ, সাজ্জাদ, প্রণব, সোহেল খান প্রমুখ।

ঈদের দ্বিতীয় দিন: দুপুর ২.৩০ মিনিটে প্রচার হবে টেলিছবি ‘বাতাসের মানুষ’।  ফিদা কামালের রচনায় এটি পরিচালনা করেছেন মাহফুজ আহমেদ।  অভিনয় করেছেন মাহফুজ আহমেদ, শবনম ফারিয়া, আফরান নিশো প্রমুখ।

ঈদের তৃতীয় দিন: টেলিছবি ‘ওভারট্রাম্প’ প্রচার হবে বিকেল ২.৩০ মিনিটে।  ফার“ক হোসেনের রচনায় এটি পরিচালনা করেছেন অঞ্জন আইচ।  অভিনয়ে মৌ, সজল, ফারিয়া প্রমুখ।  টেলিছবি ‘বাগানবাড়ি রহস্য’ প্রচার হবে বিকেল ৪.৩০ মিনিটে।  আনিসুল হকের রচনায় এটি পরিচালনা করেছেন তাহের শিপন।  অভিনয় করেছেন মীর সাব্বির, নাদিয়া, তৌসিফ, অপর্ণা ঘোষ, অবাক ও মুনিরা মিঠু প্রমুখ।

telefilmঈদের চতুর্থ দিন: ‘ফেলে আসা লাল গোলাপ’ টেলিছবিটি প্রচার হবে বিকেল ২.৩০ মিনিটে।  বিশিষ্ট কথাসাহিতিক্যক ইমদাদুল হক মিলনের গল্প অবলম্বনে এটি চিত্রনাট্য ও পরিচালনা করেছেন নাহিদ আহমেদ পিয়াল।  অভিনয় করেছেন রাইসুল ইসলাম আসাদ, জিতু আহসান, চন্দ্রমনি প্রমুখ।  বিকেল ৪.৩০ মিনিটে প্রচার হবে ‘মানুষ হতে সাবধান’।  রচনা ও পরিচালনা ইফতেখার আহমেদ ফাহমি।  এ টেলিফিল্মে অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী, নাদিয়া, আখম হাসান প্রমুখ।

ঈদের পঞ্চম দিন: গোলাম রাব্বানীর রচনা ও ইউসুফ চৌধুরীর পরিচালনায় ‘ভালোবাসার ২০ বছর’ টেলিছবিটি দেখানো হবে বিকেল ২.৩৫ মিনিটে।  এতে অভিনয় করেছেন মৌসুমী, ওমর সানী প্রমুখ।  আরিফ রহমানের রচনা ও পরিচালনায় ‘হাংগামা’ টেলিছবি দেখানো হবে বিকেল ৪.৩০ মিনিটে।  এতে অভিনয় করেছেন মাহফুজ আহমেদ, ইভানা, মিথিলা, নীলা প্রমুখ।

ঈদের ৬ষ্ঠ দিন: গীতালি হাসানের রচনা ও ইশতিয়াক আহমেদ র“মেলের পরিচালনায় টেলিছবি ‘নিমন্ত্রণ রইল সবার’ দেখানো হবে বিকেল ২.৩৫ মিনিটে।  অভিনয় করেছেন মেহজাবীন চৌধুরী, সাজ্জাদ, সোহেল খান প্রমুখ।  টেলিছবি ‘মধ্যরাতের ঐরাবত’।  রাজিবুল ইসলাম রাজিবের রচনা ও পরিচালনায় টেলিছবিটি প্রচার হবে বিকেল ৪.৩০ মিনিটে।  এতে অভিনয় করেছেন তারিক আনাম খান, রিচি সোলায়মান প্রমুখ।

জনপ্রিয় নির্মাতাদের ১৩ নাটক

ঈদুল আজহার অনুষ্ঠানমালায় চ্যানেল আই’তে প্রচার হবে সেরা নির্মাতাদের রচনা ও পরিচালনায় ১৩টি নাটক।  নাটকগুলো প্রচার হবে ঈদের আগেরদিন থেকে ঈদের সপ্তমদিন পর্যন্ত।

ঈদের আগের দিন: বিশিষ্ট সাহিত্যিক ও নির্মাতা রেজানুর রহমানের নাটক ‘মফিজ মিয়ার চরিত্র ফুলের মতো পবিত্র’।  এতে অভিনয় করেছেন রওনক হাসান, হাসিন, আমজাদ হোসেন প্রমুখ।  প্রচার হবে রাত ৭.৫০ মিনিটে।

ঈদের দিন: হুমায়ূন আহমেদের নাটক ‘ভালোবাসার গল্প’।  মার“ফ রেহমানের নাট্যরূপে নাটকটি পরিচালনা করেছেন মেহের আফরোজ শাওন।  এতে অভিনয় করেছেন সজল, শবনম ফারিয়া, স্বাধীন খসর“, জয়িতা, ঝুনা চৌধুরী, নওমিতা, ডা. এজাজ, মতিউল আলম প্রমুখ।  প্রচার হবে রাত ৭.৫০ মিনিটে।  মাসুম রেজার রচনা ও সালাউদ্দিন লাভলু’র পরিচালনায় ‘ইতি, সুজন ও একটি লাটিম’ নাটকটি প্রচার হবে রাত ৯.৩৫ মিনিটে।   এ নাটকে অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী, মিথিলা ও সালাহউদ্দিন লাভলু প্রমুখ।

ঈদের দ্বিতীয় দিন: ফেরদৌস হাসানের রচনা ও পরিচালনায় ‘আমাকে ডিজেল দিন’ নাটকটি প্রচার হবে রাত ৯.৩৫ মিনিটে।  এতে অভিনয় করেছেন সুমাইয়া শিমু, সজল, দিলারা জামান, হাসান ইমাম প্রমুখ।

ঈদের তৃতীয় দিন: বিশিষ্ট সাহিত্যিক রাবেয়া খাতুনের গল্পে ‘অন্তঃস্রোত’ নাটকটির নাট্যরূপ ও পরিচালনা করেছেন আবুল হায়াত।  অভিনয়ে রয়েছেন আবুল হায়াত, শাহেদ শরীফ খান ও স্বাগতা প্রমুখ।  প্রচার হবে রাত ৭.৫০ মিনিটে।  নাটক ‘ডানা মেলে’ প্রচার হবে রাত ৯.৩৫ মিনিটে।  রচনা ও পরিচালনা করেছেন মোস্তফা কামাল রাজ।  অভিনয় করেছেন মেহজাবীন চৌধুরী, ইমন প্রমুখ।

drama--valobashar-golpoঈদের চতুর্থ দিন: বিপাশা হায়াতের রচনা ও আরিফ খানের পরিচালনায় নাটক ‘কবিতা সুন্দর’।  এতে অভিনয় করেছেন নিরব, হিমি, প্রাণ রায়, কুমকুম হাসান প্রমুখ।  প্রচার হবে রাত ৭.৫০ মিনিটে।  নাটক ‘তোমার চোখে দেখেছিলাম আমার প্রথম সর্বনাশ’।  শামীম শাহেদের রচনা ও পরিচালনায় এ নাটকে অভিনয় করেছেন অপি করিম, আলভী আহমেদ প্রমুখ।  প্রচার হবে রাত ৯.৩৫ মিনিটে।

ঈদের পঞ্চম দিন: নাটক ‘বিভোর বনলতা’।  ইমরাউল রাফাতের রচনা ও পরিচালনায় এতে অভিনয় করেছেন মেহজাবীন চৌধুরী, আজাদ, তাওসিফ প্রমুখ।  প্রচার হবে রাত ৭.৫০ মিনিটে।  নাটক ‘প্রফেসর শেয়াল’।  শফিকুর রহমান শান্তনুর রচনায় নাটকটি পরিচালনা করেছেন নাদের চৌধুরী।  অভিনয় করেছেন আবদুল কাদের, তাজরিন তিশা, নকিব চৌধুরী, সুষমা, üদি প্রমুখ।  প্রচার হবে ৯.৩৫ মিনিটে।

ঈদের ষষ্ঠ দিন: তৌহিদ হাসানের রচনা ও তৌহিদ মিটুলের পরিচালনায় নাটক ‘মঙ্গলছায়া’।  এতে অভিনয় করেছেন ত্রপা মজুমদার, শহীদুজ্জামান সেলিম, ওয়াহিদা মলি­ক জলি, সুষমা সরকার প্রমুখ।  প্রচার হবে রাত ৭.৫০ মিনিটে।  আহমেদ তাওকীরের রচনায় এবং সাজ্জাদ সুমনের পরিচালনায় নাটক ‘হ্যামিলনের বাঁশিওয়ালা’ প্রচার রাত ৯:৩৫ মিনিটে।  এতে অভিনয় করেছেন নিপুণ, আবদুল­াহ রানা, রাহুল আনান্দ প্রমুখ।

ঈদের ৭ম দিন: নাটক ‘নায়ক জামাই’।  ফেরারী ফরহাদের রচনায় নাটকটি পরিচালনা করেছেন রবিন খান।  অভিনয় করেছেন আমিন খান, তমা মির্জা, সিদ্দিক, সীমানা, মাজনুন মিজান, ফার“ক আহমেদ, শবনম পারভীন প্রমুখ।  প্রচার হবে রাত ৭.৫০ মিনিটে।