Ananda ALo
Ultimate magazine theme for WordPress.

জনপ্রিয় হচ্ছে ই-বুক

সারবিশ্বের মতো এ দেশেও জনপ্রিয় হচ্ছে ই-বুক এর ওয়েবসাইট। যার মাধ্যমে স্মার্টফোন, ট্যাপসহ ল্যাপটপ ডেস্কটপ কম্পিউটারে পড়তে পারছেন প্রিয় লেখকদের প্রিয় বই। আর তাইতো এবারের বইমেলায় রয়েছে বেশকিছু ই-বুক-এর স্টল। মেলার একাডেমি চত্বরে থাকা এসব ই-বুক-এর স্টলে বিভিন্ন কার্যক্রমের মাধ্যমে পাঠক সংগ্রহ করার পাশাপাশি তাদের সেবা সম্পর্কে জানাচ্ছেন। উক্ত প্রতিষ্ঠাগুলোর বিভিন্ন অ্যাপস ডাইনলোড, পিডিএফ ফরম্যাট সহ রয়েছে ই-বুক এ বই পড়ার নানান সুযোগ। ‘সেই বই’ণ্ডএর একটি স্টল মেলায় তাদের নানান কার্যক্রম তুলে ধরছেন। ‘সেই বই’ অ্যাপ ফিচার নিয়ে এসেছে তারা। তাদের সাইটে পাবেন জনপ্রিয় সব লেখকদের বই। সাইটে গিয়ে বই পড়ার পাশাপাশি ডাউনলোডও করতে পারবেন। মোবাইল অপারেটর কোম্পানি বাংলালিংকও নিয়ে এসেছে ই-বুকের একট অ্যাপস। ‘বইঘর’ শিরোনামের স্টলটি রয়েছে মেলার একাডেমি চত্বরে। বইঘর অ্যাপসণ্ডএ রয়েছে হাজারো বই। বই প্রেমিরা সাবস্ক্রাইব করে জনপ্রিয় সব লেখকদের বই পড়া যাবে এতে। ‘চড়ণ্ডই ডট কম’ নামেরও একটি ই-বুক সাইট রয়েছে মেলায়। তারা নিয়ে এসেছে একটি অ্যাপস। যাতে রবীন্দ্রনাথ ঠাকুর, জীবনানন্দ দাস, শরৎচন্দ্রচট্টোপাধ্যায়, সুকান্ত ভট্রাচার্য সহ জনপ্রিয় সব লেখকদের বইয়ের অ্যাপস পাওয়া যাবে নামমাত্র মূল্যে। মেলার অংশ নেয়া ছাড়াও আরো রয়েছে ‘একুশ ই-বুক’ নামে একটি ইণ্ডবুক সাইট। এটি মূলত ওকে মোবাইল ফোনের একুশে টাপের একটি অ্যাপস। এতে বাংলাভাষাসহ পৃথিবীর বিভিন্ন ভাষার বই রয়েছে। এমনিভাবে আরো ই-বুকের ওয়েব এড্রেস হচ্ছে আমার বই ডট কম, অল বুকস, বিডি বুক ২৪, দেশী বই, বাংলা পিডিএফ ডট নেট, ইবুক ডট কম ডট বিডি, ফিরে দেখা ডট কম সহ অনেক গুলো ই-বুকের সাইট। অন্যদিকে জনপ্রিয় লেখক মুহম্মদ জাফর ইকবাল, ইমদাদুল হক মিলন, আনিসুল হক ও মাসুদ রানা সিরিজণ্ডএর বই পেতে হলে www. edunews4ubooks.com, এ যেতে হবে। আরো ই-বুক পাওয়া যাবে manybook, getfreeEbooks, freetechbooks, pdfsearch Engine-সহ বেশকিছু সাইটে।