Ananda ALo
Ultimate magazine theme for WordPress.

গ্রামীণফোনের বিজ্ঞাপনে নিশা

গ্রামীণফোনের বিজ্ঞাপন চিত্রের মডেল হয়েছেন লাক্স-চ্যানেল আই তারকা মেহরিন ইসলাম নিশা। বিজ্ঞাপনটিতে নিশার সহশিল্পী অভিনেতা প্রবীর মিত্র। গ্রামীণফোনের এই বিজ্ঞাপনটি নির্মিত হয়েছে রান আউট ফিল্মসের ব্যানারে। এটি নির্মাণ করেছেন আদনান আল রাজীব। এবারই প্রথমবার দেশের কোনো টেলি কমিউনিকেশন কোম্পানির বিজ্ঞাপনের মডেল হয়েছেন নিশা। সেটি নিয়ে তিনি দারুণ উচ্ছ্বসিত। নিশা বলেন, ‘আমি প্রথমবার কোনো টেলি কমিউনিকেশন কোম্পানির বিজ্ঞাপনচিত্রে কাজ করলাম। খুব ভালো লাগছে কাজটি করে।’

তিনি আরও বলেন, ‘গ্রামীণফোনের নতুন একটি অ্যাপস আসছে। বিজ্ঞাপনটি সেটি নিয়েই। এখানে দেখা যাবে এই অ্যাপসের মাধ্যমে গ্রাহকরা বাসায় বসে খুব সহজেই সবকিছুর বিল পরিশোধ করতে পারবেন। এই জরুরি তথ্যই বিজ্ঞাপনে ফুটিয়ে তোলা হবে। আশা করছি বিজ্ঞাপনটি সবার কাছে ভালো লাগবে।’ বিজ্ঞাপনে নিশা-প্রবীর মিত্রকে বাবা-মেয়ের চরিত্রে দেখা যাবে।

সাত বছর পর…

সম্প্রতি অনুষ্ঠিত হলো অভিনয়শিল্পী সংঘের সাধারণ সভা। দীর্ঘ ৭ বছর পর দেশের নবীণ-প্রবীণ অভিনেতা-অভিনেত্রীদের মিলনমেলায় অনুষ্ঠিত হয় এই সাধারণ সভা। আহসান হাবিব নাসিমের সঞ্চালনায় এই সভায় উপস্থিত ছিলেন নাট্য ব্যক্তিত্ব কে এস ফিরোজ, মামুনুর রশীদ, ডা.এনামুল হক, তুষার খান, শর্মিলী আহমেদ, দিলারা জামান, গাজী রাকায়েত, আফরোজা বানু, ঝুনা চৌধুরী,  শহিদুল আলম সাচ্চু, শিরীন বকুল, ফজলুর রাহমান বাবু, হাসান মাসুদ, রোকেয়া প্রাচী, বিজরী বরকত উল্লাহ, রওনক হাসান, এনেৱখাব দিনার, আলিফ, মিমসহ অন্যরা। সভা প্রসঙ্গে সংঘের সাধারণ সম্পাদক তুষার খান শুরুতেই একটি লিখিত বক্তব্য পড়ে শোনান। সেখানে তিনি বলেন, ‘সর্বশেষ সাধারণ সভাটি হয়েছিল আজ থেকে প্রায় সাত বছর আগে। এর কারণ হিসেবে কোনো অজুহাত দাঁড় করাব না, আমাদের কার্যনির্বাহী পরিষদের কাউকে অভিযুক্তও করব না। তবে বিষয়টি আমার ব্যক্তিগত অনীহাই শুধু নয়, আরও অনেক কারণ রয়েছে।’ সভা শেষে অভিনেতা মামুনুর রশীদকে আহ্বায়ক করে নয় সদস্যবিশিষ্ট নতুন একটি কমিটি গঠন করা হয়। কমিটির সদস্যরা হলেন- তুষার খান, আহসানুল হক, রোকেয়া প্রাচী, শিরিন বকুল, শামস সুমন, আহসান হাবীব নাসিম (সদস্যসচিব), রওনক হাসান ও সিদ্দিকুর রহমান। সভায় জানানো হয়, আগামী বছরের ১৪ জানুয়ারি নির্বাচনের মাধ্যমে নতুন কমিটি দায়িত্ব গ্রহণ করবে। এর মধ্যে চলতে থাকবে নতুন সদস্য নেয়ার কাজ।

প্রসূনের বিরুদ্ধে রোকেয়া প্রাচীর অভিযোগ

ডিরেক্টরস গিল্ড, টেলিভিশন প্রোগ্রাম প্রডিউসারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ও অভিনয়শিল্পী সংঘ- নাটকের এই তিন সংগঠনের কাছে অভিনেত্রী প্রসূন আজাদের বিরুদ্ধে লিখিত অভিযোগ করেছেন অভিনেত্রী ও নির্মাতা রোকেয়া প্রাচী। যথাসময়ে নাটকের শুটিংয়ে না যাওয়া নিয়ে কথা-কাটাকাটির একপর্যায়ে উভয়ে ফেসবুকে পাল্টাপাল্টি অভিযোগ করে স্ট্যাটাস দেন। এরপরই তিন সংগঠনের কাছে অভিযোগ করেন প্রাচী। চ্যানেল আইয়ে প্রচারের জন্য নির্মিতব্য ‘স্বপ্ন সত্যি হতে পারে’ নাটকের শুটিংকে কেন্দ্র করে ১৮ অক্টোবর রোকেয়া প্রাচী ও প্রসূন আজাদের মধ্যে এমন ঘটনা ঘটে। প্রাচী বলেন, ‘অল্প কথায় বলতে চাই, প্রসূন আজাদের কারণে আমি আর্থিকভাবে ক্ষতিগ্রস্ততো হয়েছিই, চরমভাবে অসম্মানিতও হয়েছি। সে শুধু আমাকে নয়, কথাবার্তার মাধ্যমে পুরো পরিচালক সমাজকে অসম্মান করেছে।’ প্রসূন আজাদ পাল্টা অভিযোগ করে বলেন, ‘রোকেয়া প্রাচী আমার সঙ্গে দুর্ব্যবহার করেছেন। সবার সামনে উল্টাপাল্টা অনেক কথা শুনিয়েছেন আমাকে। এরপর তো তাঁর সঙ্গে কাজ করার কোনো প্রশ্নই আসে না। তাই আমি শুটিং স্পট থেকে চলে এসেছি।’

বাংলাভিশনে ‘ছন্নছাড়া’

সম্প্রতি বাংলাভিশনের নিজস্ব প্রযোজনায় শুরু হয়েছে নতুন ধারাবাহিক নাটক ‘ছন্নছাড়া’। মাসুম রেজা’র রচনা ও রাজিবুল ইসলাম রাজিব-এর পরিচালনায় নাটকটি বাংলাভিশনে প্রচার হচ্ছে প্রতি সপ্তাহে মঙ্গল ও বুধবার রাত ৮. ১৫ মিনিটে। নাটকটিতে অভিনয় করেছেন রিচি সোলায়মান, নাঈম, ফারহানা মিলি, মৌসুমী হামিদ, তানিয়া হোসাইন, নাদিয়া মীম, রাইসুল ইসলাম আসাদ, রহমত আলী, টয়া, তৌসিফ, রজত প্রমুখ। গল্পে দেখা যাবে- ‘নীল নামে এক ছেলে ঢাকায় আসে। সে স্ট্রাগল করছে কাজ পাওয়ার জন্য। নীল রিচি সোলায়মান-এর অফিসে চাকরি নেয়। কিন্তু নীল কোনো বেতন পায় না। নীল সন্ধ্যায় বাসায় ফিরে বিশ্রাম নেয়ার সময় তার কল্পনায় আসে একটি মেয়ে। মেয়েটি ফারহানা মিলি। নীল ছাড়া আরও পাঁচজন ছেলে-মেয়ের স্ট্রাগল-এর গল্প উঠে আসবে এই নাটকে। পাঁচজন ছেলে-মেয়ের জীবনের নানা চাওয়া-পাওয়ার গল্প নিয়ে এগিয়ে যাবে এই ধারাবাহিকের গল্প।’