Ananda ALo
Ultimate magazine theme for WordPress.

এজন্য সবাই আমাকে পঁচা বলে!-কোনাল

মোহাম্মদ তারেক

আনন্দ আলো: কোনাল নামের অর্থ কী?

কোনাল: আসলে আমার নাম ছিল ‘কুনাল’। কুনাল মানে লাল পদ্ম। নামের শুরুতে ‘কু’ পছন্দ হয়নি আব্বুর। তিনি কোনাল করে দিলেন।

আনন্দ আলো: তাহলে গানে এলেন কেন?

কোনাল: মা গান করতেন। মায়ের অনুপ্রেরণাতেই আমার গানে আসা।

আনন্দ আলো: গানে হাতে খড়ি হয়েছিল কার কাছে…

কোনাল: আম্মুর (সায়মা মনির) কাছে। তিনি নজরুল সংগীত ভালো গাইতেন।

আনন্দ আলো: সংগীত জীবনের মোড় ঘুরিয়ে দেয় যে গানটি…

কোনাল: মিতালী মুখার্জীর গাওয়া ‘শ্রাবণ এই সন্ধ্যায়’ গানটি আমার সংগীত জীবনের মোড় ঘুরিয়ে দেয়।

আনন্দ আলো: দিনের যে মুহূর্তটি একা থাকতে ইচ্ছা করেÑ

কোনাল: আমি সবার মাঝে থাকতে পছন্দ করি। একা থাকতে একদম ভালো লাগে না। তবে আমি যখন গান বা রেওয়াজ করতে বসি, ওই সময়টা একা থাকতে ইচ্ছা করে।

আনন্দ আলো: গান গেয়ে পাওয়া প্রথম পুরস্কার।

কোনাল: অনেক ছোটবেলায় আমার বয়স তখন ১০ কিংবা ১১ বছর হবে ওই সময় শিশু একাডেমি থেকে একটা গান গেয়েছিলাম। বিটিভির জন্য। সেটাই ছিল আমার প্রথম পুরস্কার।

আনন্দ আলো: সংগীতশিল্পী হিসেবে আমার সবচেয়ে বড় শক্তির জায়গা…

কোনাল: গানের মধ্য দিয়ে নানা বার্তা সহজেই সবার কাছে পৌঁছে দেয়া যায়।

আনন্দ আলো: যে গানের কথা মেনে চলি…

কোনাল: এমন অনেক গানই আছে যে গানের কথা আমি মেনে চলি। তবে আমার মনে হয় ‘যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলরে।’

আনন্দ আলো: আপনার গাওয়া কোন গানটি এখনো হৃদয়ে গেঁথে আছে?

কোনাল: ‘ভালোবাসা জিন্দাবাদ’ ছবিতে আমার গাওয়া ‘জানে খোদা’ গানটি এখনো হৃদয়ে গেঁথে আছে।

আনন্দ আলো: গান নিয়ে সামনে যা করতে চান।

কোনাল: গান দিয়ে মানুষকে সুস্থ করে তুলতে চাই।

আনন্দ আলো: আপনার চোখে সংগীতের চমৎকার জুটি।

কোনাল: আমার চোখে সংগীতের বাস্তব জীবনে চমৎকার জুটি আবিদা সুলতানা আর রফিকুল আলম। উনারা আমার ভীষণ শ্রদ্ধা ও ভালোবাসার মানুষ। এছাড়া ফাহমিদা আপা আর বাপ্পা দা এই জুটির গান ভালো লাগে।

আনন্দ আলো: যা করলে মন ভালো হয়ে যায়।

কোনাল: আপন মানুষকে খুশি করতে পারলে মন ভালো হয়ে যায়।

আনন্দ আলো: পত্রিকায় যে ধরনের খবর আগ্রহ নিয়ে পড়ি…

কোনাল: বিনোদন আর বিজ্ঞান ও প্রযুক্তির যে কোনো খবর।

আনন্দ আলো: বাংলাদেশের যে জায়গায় বারবার যেতে ইচ্ছা করে।

কোনাল: অবশ্যই কক্সবাজার। আমি ছুটি পেলেই কক্সবাজারে দৌড় দেই। এজন্য সবাই আমাকে পচা বলে।

আনন্দ আলো: সারা রাত গল্প করার মতো বন্ধু।

কোনাল: সারা রাত গল্প করার মতো বন্ধু মা ভাই আমার হাজবেন্ড।

আনন্দ আলো: বন্ধুরা যা বলে খ্যাপায়…

কোনাল: বন্ধুরা কিছু বলেই খ্যাপায় না। ওরা জানে আমাকে খ্যাপালে খবর আছে।

আনন্দ আলো: যে ছবি দেখে প্রচÐ কেঁদেছেনÑ

কোনাল: যে কোনো ছবিতে ইমোশনাল দৃশ্য থাকলে আমার চোখ দিয়ে পানি চলে আসে। ‘ভাত দে’ ছবিটি আমি যতবার দেখেছি ততবার কেঁদেছি।

আনন্দ আলো: ঘুম, খাওয়া, আড্ডা যে কাজটা বেশি উপভোগ করেন?

কোনাল: আড্ডা। সকালে নাশতার টেবিলে পরিবারের সবার সঙ্গে আড্ডা দিতে দারুণ উপভোগ করি।

আনন্দ আলো: যে সময়টা ফ্রেমে বন্দি রাখার মতো।

কোনাল: আমার পুরো পরিবার এক সঙ্গে কোথাও ঘুরতে গিয়েছি, মজা করছি ওই সময়টা ফ্রেমে বন্দি রাখার মতো।

আনন্দ আলো: যে প্রশ্ন শুনতে শুনতে ক্লান্ত!

কোনাল: আপনার মিউজিক ভিডিও এত কম কেন?