Ananda ALo
Ultimate magazine theme for WordPress.

অন্যরকম অন্যপ্রকাশ

যারাই প্রকাশনাটির সামনে আসছেন তারাই এক কথায় বলে উঠছেন- বাহ! আসলে এটাই বোধহয় অন্যপ্রকাশের কারিশমা। প্রতিবছরই বইমেলায় জনপ্রিয় এই প্রকাশনা প্রতিষ্ঠানটি তাদের স্টলটি সাজিয়ে থাকেন ব্যতিক্রমী সাজে। বিশেষ করে নন্দিত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদ পরপারে চলে যাওয়ার পর থেকে প্রিয় লেখককে ব্যতিক্রমীভাবে স্মরণ করে থাকে অন্যপ্রকাশ। প্রতিবছরই তাদের স্টলের সাজসজ্জায় গুরুত্ব পেয়ে থাকেন প্রিয় এই লেখক। যেনো মেলায় না থেকেও এক অন্য অনুভ‚তির মাধ্যমে মেলায় উপস্থিত আছেন হুমায়ূন আহমেদ। অন্যপ্রকাশের প্যাভিলিয়নটি এবছর কার্জন হলের আদলে তৈরি করা হয়েছে। মেলার সোহ্রাওয়ার্দী উদ্যান অংশের ঠিক মাঝখানে দাঁড়িয়ে আছে প্যাভিলিয়নটি। ইট কালারে কার্জন হলের রঙও রয়েছে তার দেয়ালজুড়ে। আর প্যাভিলিয়নের সম্মুখপানে চেয়ে আছেন জনপ্রিয় লেখক হুমায়ূন আহমেদ। এই প্রকাশনার প্রধান নির্বাহী মাজহারুল ইসলাম জানান, আমরা প্রতিবছরই চেষ্টা করি হুমায়ূন আহমেদকে আমাদের স্টলের মধ্যে শৈল্পিকভাবে উপস্থাপন করতে। এবারও তাই করা হয়েছে। বইমেলা তো শুধু বইয়ের মেলা নয়। এটি ঐতিহ্যের ধারক ও বাহক। তাই স্টলের সাজেও আমরা বিষয়টি খেয়াল রাখি।